Thakurpukur:’আমি ছিলাম না সেই গাড়িতে’—স্যান্ডি সাহার বিস্ফোরক দাবি!

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ঠাকুরপুকুরে (Thakurpukur) এক অপ্রত্যাশিত ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসী ও পুলিশ প্রশাসন স্তম্ভিত! রবিবার রামনবমীর (Ram Navami) সকালে একটি কালো গাড়ি সজোরে ঢুকে পড়ে ঠাকুরপুকুর (Thakurpukur) বাজারে। গাড়িটি একে একে প্রায় আট থেকে দশ জন পথচারীকে ধাক্কা দেয়। যার মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আমিনুর রহমান (৬২), যিনি ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় থাকতেন। ইতিমধ্যেই বিনোদন জগতের দুই পরিচিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন সান বাংলা (Sun Bangla) চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং অন্যজন পরিচালক সিদ্ধান্ত দাস। গ্রেফতার (Arrest) হওয়ার পর তাদের আলিপুর কোর্টে (Alipur Court) তোলা হয়। তবে জামিন পেয়ে যান উভয়েই।

আরও পড়ুন: Thakurpukur: ভরা বাজারে ঢুকে পড়ল গাড়ি! একের পর এক পথচারীকে ধাক্কা বেপরোয়া চারচাকার

সূত্রের খবর, গাড়িটি প্রথমে হাসপুকুর এলাকায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মারে এবং তারপর দ্রুত ঠাকুরপুকুর (Thakurpukur) বাজারে ঢুকে পড়ে। পরে কিছু সাধারণ মানুষ দ্রুত গাড়ির পিছু ধাওয়া করে এবং গাড়ি আটকে দেয়। গাড়ির ভেতরে তখন উপস্থিত ছিলেন সান বাংলা (Sun Bangla) চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, জনপ্রিয় পরিচালক ভিক্টো এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেন (Rituparna Sen)। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা পার্টি শেষে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শনিবার রাতে একটি জমজমাট পার্টিতে দীর্ঘ সময় কাটিয়েছিলেন শ্রিয়া বসু, ভিক্টো এবং ঋতুপর্ণা সেন (Rituparna Sen) সহ আরও কিছু পরিচিত মুখ। রবিবার ভোরবেলা সবাই তাদের নিজ নিজ কাজের জন্য বের হয়ে যান। তবে স্যান্ডি সাহা (Sandy Saha) গাড়িতে ছিলেন না। ঘটনা তদন্ত করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের (Aariyan Bhowmik) নামও সামনে এসেছে বলে সূত্রের খবর।

ঠিক কী ঘটেছিল ঘটনার আগের রাত? স্যান্ডি সাহা নিজেই এই ঘটনার কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, “আমরা দক্ষিণ কলকাতার একটি শপিং মলের পাবে পার্টি করছিলাম। পার্টি শেষ হওয়ার পর ঠিক করি, আরিয়ানের বাড়িতে কিছুটা সময় কাটাবো। পরদিন শুটিং ছিল, তাই শুটিং ফ্লোর আরিয়ানের বাড়ির কাছেই ছিল। আমরা সবাই একসাথে পার্টি করলেও, কেউ আমার গাড়িতে ছিল না। আমি এবং আরিয়ান তার নিজের গাড়িতে ছিলাম, আর তার ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। অন্য একটি গাড়িতে ছিল ঋতুপর্ণা সেন, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক) এবং ভিক্টো। ভিক্টো সেই গাড়ি চালাচ্ছিলেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

স্যান্ডি (Sandy Saha) আরও বলেন, ৬ এপ্রিল শুটিং ছিল, তাই আরিয়ান এবং স্যান্ডি সরাসরি শুটিংয়ে চলে যান। সকালে শুটিংয়ের আগে স্যান্ডি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি দেখেন ঋতুপর্ণা পাঁচবার ফোন করেছেন। প্রথমে বুঝতে পারেননি কেন ঋ ফোন করেছিলেন, কিন্তু পরে শ্রিয়া বসুর মা তাকে ফোন করেন। স্যান্ডি বলেন, “পরে ঋতুপর্ণার সঙ্গে কথা বলার পর বুঝতে পারি যে এটা একটা ভয়াবহ ট্রমা। খুবই দুঃখজনক ঘটনা, একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। যেহেতু আমরা আগের দিন একসাথে পার্টি করেছি। অনেকেই জানতে চান আমি কি ওই গাড়িতে ছিলাম। আমি স্পষ্টভাবে বলতে চাই। আমি ওই গাড়িতে ছিলাম না।”