Falaknuma Express: চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হল ট্রেনের কামরা, তারপর যা হল…

দেশ

নিউজ পোল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর (Summadevi, Srikakulam, Andhra Pradesh) কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)। ট্রেনটির দুটি বগি হঠাৎ করেই লাইন থেকে আলাদা হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার সকালে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। এই দুর্ঘটনার জেরে প্রায় দু’ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল (train movement disruption) ব্যাহত হয়। এই ঘটনার পর ফের একবার রেল ও যাত্রী সুরক্ষা (railway safety, passenger safety) নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:- Rahul Gandhi বাংলায় চাকরি বাতিল নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি রাহুলের

রেল সূত্রে জানানো হয়েছে, কাপলিং ছিঁড়ে যাওয়ার পর সামনের অংশটি ইঞ্জিনের সঙ্গে কিছুটা দূর এগিয়ে যায়, আর পেছনের অংশটি ছিটকে পড়ে লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে। এমনকি এই বিভাজিত কামরাগুলিও কিছুটা দূর এগিয়ে যায় ট্র্যাক ধরে। পরিস্থিতি আঁচ করে চালক তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন। কিন্তু ততক্ষণে ট্রেনের সামনে থাকা কামরাগুলি অনেকটাই এগিয়ে গিয়েছে বিচ্ছিন্ন কামরাগুলির তুলনায়। ঘটনার সময়ে ট্রেনে থাকা এক যাত্রী জানান, “হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি অনুভব করি। তারপর দেখি ট্রেনের (Falaknuma Express) গতি ধীরে ধীরে কমে আসছে। তখনও বুঝে উঠতে পারিনি ঠিক কী হয়েছে। ট্রেন থেমে যাওয়ার পর যখন আমরা নিচে নেমে এলাম, তখন দেখি ট্রেন দুই ভাগে বিভক্ত। সামনে ইঞ্জিন সহ বেশ কিছু কামরা, আর পেছনে আমরা, একেবারে আলাদা।” এই দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Train Passenger Panic)। অনেকে ভেবেছিলেন বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে আশ্বস্ত করা হয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বা প্রাণহানির খবর নেই (Train Accident India – No Casualties)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া কামরাগুলি পুনরায় সংযুক্ত করার কাজ শুরু হয় (Falaknuma Express)। সফল মেরামতির পর ফের ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়। এই ঘটনার জেরে ব্রহ্মপুর-বিশাখাপত্তনম রেলপথে (Brahmapur-Visakhapatnam Rail Route) কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। অন্যান্য ট্রেনও দেরিতে চলাচল করে, যার ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে। রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে, কীভাবে এমন ভয়ঙ্কর বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি কিংবা নির্মাণজনিত ত্রুটি – সব দিক থেকেই তদন্ত শুরু হয়েছে (Train Safety Issues in India)।