Muskan Rastogi: জেলের অন্দরেই গর্ভবতী মেরঠের মুসকান

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: খবরের শিরোনামে এখন মুসকান রাস্তোগি (Muskan Rastogi)! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন! মেরঠের (Meerut) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে (Murder Case) মূল অভিযুক্ত মুসকান রাস্তোগি (Muskan Rastogi) বর্তমানে অন্তঃসত্ত্বা বলে সূত্রের খবর (Pregnant Murder Accused)। জেল কর্তৃপক্ষের নির্দেশে সম্প্রতি একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে তার গর্ভাবস্থা নিশ্চিত করেছে। প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. অশোক কাটারিয়া জানান, মুসকান বর্তমানে গর্ভবতী অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: Naxal blast: অভিযান চলাকালীন মাওবাদী হামলা, আহত ৩ জওয়ান

মুসকান রাস্তোগি (Muskan Rastogi) এবং তার প্রেমিক সাহিল শুক্লা (Sahil Shukla)–কে মিরাটের বাসিন্দা ও মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা যৌথভাবে সৌরভকে নৃশংসভাবে ছুরির আঘাতে খুন করে এবং দেহ টুকরো টুকরো করে সিমেন্ট ভর্তি এক ড্রামে লুকিয়ে রাখে।

২০১৬ সালে প্রেমের সম্পর্কের পর মুসকান (Muskan Rastogi)ও সৌরভের বিয়ে হয়। দম্পতি মিরাটে একটি ভাড়া বাড়িতে পাঁচ বছরের কন্যাকে নিয়ে বসবাস করছিলেন। সৌরভ পেশাগত কারণ লন্ডনের একটি বেকারিতে কাজ করতেন, আর সেই সময়েই মুসকানের সঙ্গে সাহিল শুক্লার সম্পর্ক গড়ে ওঠে। সৌরভ হঠাৎ লন্ডন থেকে ফিরে এলে, মুসকান ও সাহিল পরিকল্পনা করে তার হত্যার।

হত্যার পর মুসকান সৌরভের পরিবারকে জানায় সে পাহাড়ে বেড়াতে গেছে। এরই মাঝে, সাহিল ও মুসকান মানালিতে গিয়ে সৌরভের ফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট করে পরিবারকে বিভ্রান্ত করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

৪ মার্চ সৌরভ নিখোঁজ হওয়ার পর তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে পুলিশ দ্রুত মুসকান ও সাহিলকে সন্দেহের তালিকায় রাখে। পরবর্তীতে তারা নিজেদের দোষ স্বীকার করে। বর্তমানে দুজনই মিরাটের চৌধুরী চরণ সিং জেলে বিচারাধীন অবস্থায় রয়েছেন।

এই ঘটনা সমাজে এক গভীর আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে স্বামী হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন, অন্যদিকে অভিযুক্তের গর্ভধারণ—সব মিলিয়ে এই মিরাট মার্ডার কেস এখন দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে।