নিউজ পোল ব্যুরো: “মাছ, ভাত আর বাঙালি”—এ তিনটি শব্দ যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু রাজধানীর এক কোণে চিত্তরঞ্জন পার্কে, যেখানে বাঙালির খাবারের সংস্কৃতি আর ঐতিহ্য গাঁথা, সেখানে এবার গেরুয়া শিবিরের আক্রমণের শিকার হতে চলছে মাছের বাজার (CR Park Fish Market)।
আরও পড়ুন: Rajasthan Incident: বেলুন বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা
চিত্তরঞ্জন পার্কের (CR Park) এক নম্বর মার্কেটের মাছের বাজার ও কালীমন্দিরের সংলগ্নতা নিয়ে উঠেছে বিতর্ক। বিজেপির (BJP) পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, মন্দিরের পাশে কেন থাকবে মাছের বাজার (Fish Market)? এরই মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এক টুইটে এই বিষয়টি উস্কে দিয়েছেন। তবে মাছের বাজার (CR Park Fish Market) বন্ধের হুমকিতে চিত্তরঞ্জন পার্কের স্থানীয় বাঙালি সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা যেমন একদিকে উদ্বিগ্ন, অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খান (Soumitra Khan) তাদের আশ্বস্ত করেছেন। তবে এই বিতর্ক শুধুমাত্র বাজারের সীমান্তে থেমে নেই, বরং বাঙালি সংস্কৃতির এক গভীর চিত্রকল্পের উপর আঘাত করার চেষ্টা করা হচ্ছে। এমনটাই মনে করছেন স্থানীয়রা। সেই সঙ্গে সনাতনীদের এই দাবির প্রেক্ষিতে রাজনীতি ও ধর্মের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা কি শুধুই ভোট-রাজনীতির খেলায় পরিণত হতে যাচ্ছে?”
চিত্তরঞ্জন পার্ক কলকাতার (Kolkata) হৃদয়ে বসবাসকারী বাঙালির সাংস্কৃতিক রূপের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার মাছের বাজার, যেখানে নানা রকম মাছের গন্ধে মিশে থাকে বাঙালির ঐতিহ্য, সেই বাজারের ভবিষ্যৎ এখন বিপদে। মিনি কলকাতা (Kolkata) হিসেবে পরিচিত এই এলাকা এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গেরুয়া শিবিরের সদস্যরা দাবি করেছেন মন্দিরের পবিত্রতা রক্ষা করতে হবে, একত্রিত হয়েছিলেন মাছের বাজারের কাছেই। তাঁদের প্রশ্ন—কেন মন্দিরের পাশে থাকবে মাছের বাজার? তাঁদের মতে, এটি মন্দিরের শুদ্ধতাকে নষ্ট করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তবে এই বিতর্কের স্রোত থেমে নেই। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এই বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে গেরুয়া শিবিরের সদস্যদের দেখা যায় বাজারে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এর পরই বিতর্কে ঘি পড়ে। তৃণমূলের (TMC) দাবি গেরুয়া শিবির এভাবে জাতীয়তাবাদ ও ধর্মীয় পরিচয়ের অজুহাতে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করছে। তবে, বিজেপি (BJP) পাল্টা দাবি করেছে এর পেছনে তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তাঁদের বক্তব্য এই বিতর্কের মাধ্যমে মূলত দলের ভিতরের সমস্যা ও চাকরি দুর্নীতির দিকে নজর ঘোরানো হচ্ছে।
মাছের বাজার (Fish Market) বন্ধ করার দাবির মধ্য দিয়ে স্থানীয় বাঙালি সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা এই মাছের বাজার (CR Park Fish Market) বন্ধ হলে হাজার হাজার মানুষের জীবিকা বিপদে পড়বে। ব্যবসায়ীরা যেমন উদ্বিগ্ন, তেমনই তাঁরা এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ সৌমিত্র খানের আশ্বাস পেয়েছেন। তাঁর বক্তব্য, “বাজার যেমন ছিল, তেমনই থাকবে। তৃণমূলের (TMC) রাজনীতি এসব বিতর্ক তৈরির মাধ্যমে মানুষের মনোযোগ সরাতে চায়।”