শ্যামল নন্দী, বারাসাত: অরণ্য সুন্দরী জয়পুরের ইতিহাসে নতুন পালক, ভক্তদের টাকায় তৈরি হতে চলেছে লোকনাথ ধাম, দেড়শ জন মহিলা ও কয়েকশো পুরুষ সমুদ্র বাঁধ থেকে জল এনে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করল। বাঁকুড়ার (Bankura) সবুজে ঘেরা এক ঐতিহাসিক জনপদ। একদিকে প্রকৃতির অপার শোভা, অন্যদিকে মল্ল রাজাদের প্রাচীন স্মৃতি। এই দুইয়ের যুগলবন্দিতে জয়পুরের (Jaipur) আবেদন চিরকালীন। এবার সেই প্রাচীন মাটিতে যুক্ত হল এক নব আধ্যাত্মিক পালক। ভক্তদের একাগ্রতা, ঐক্য আর বিশ্বাসে গড়ে উঠতে চলেছে লোকনাথ ধাম। যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে জয়পুরের (Jaipur) অন্যতম তীর্থক্ষেত্র।
আরও পড়ুন: Jhargram Shitala Puja: আশুই গ্রামে ৭৫তম শীতলা পুজোয় নতুন মূর্তি প্রতিষ্ঠা!
১০ এপ্রিল ২০২৫ অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) জয়পুরের মদনমোহনপুর গ্রামে এক ঐতিহাসিক দিন। এক অভিনব, আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর স্মরণে নির্মিত হতে চলা “লোকনাথ ধাম”-এর (Loknath Dham) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এদিন। সকাল থেকেই এলাকার প্রায় দেড়শো মহিলা ও কয়েকশো পুরুষ ভক্ত জড়ো হন জয়পুরের (Jaipur) ঐতিহ্যবাহী সমুদ্র বাঁধে। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। হাতে কলসিতে পবিত্র জল, মুখে লোকনাথের নাম (Loknath Dham) আর হৃদয়ে অগাধ শ্রদ্ধা।

প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে তারা পৌঁছান মদনমোহনপুরে। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থাপন করা হয় লোকনাথ ধামের (Loknath Dham) ভিত্তিপ্রস্তর। আনন্দ আর ভক্তির সাগরে ভেসে যায় গোটা অঞ্চল। শুধুমাত্র একটি মন্দির নয়, লোকনাথ ধাম হয়ে উঠতে চলেছে গ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
লোকনাথ ধাম কমিটির সম্পাদক মিন্টু সিংহ মহাপাত্র জানান, “এই ধাম গড়ে তোলার পেছনে রয়েছে স্থানীয় মানুষের অপরিসীম ভালোবাসা ও অবদানের গল্প।” এই (Bankura)মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটি আগামী প্রজন্মের জন্য এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার মাইলফলক হয়ে উঠবে বলেই আশাবাদী এলাকাবাসী।