নিউজ পোল ব্যুরো: কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। তবে বর্তমান সময়ের এক একটা ঘটনা এই প্রবাদ বাক্য কে বদলে দিচ্ছে। ছেলের কান্না সহ্য করতে না পেরে সন্তানকে খুন করল মা। কি শুনে আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে গুজরাটের (crime news) আহমেদাবাদে ঘটনা। এরইমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত( ২২) ওই মহিলাকে।
সূত্রের খবর, এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা সামনে এসেছে, যেখানে এক মা নিজের তিন মাসের শিশুপুত্রকে (infant murder) নির্মমভাবে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে দেন। এই হৃদয়বিদারক ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই নিখোঁজ ছিল ওই তিন মাসের শিশু (missing baby)। শিশুটির খোঁজ না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে অম্বিকানগর এলাকার একটি বাড়ির ছাদে থাকা পানির ট্যাঙ্ক থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল, কেউ ইচ্ছাকৃতভাবে শিশুটিকে সেখানে ফেলে দিয়েছে, কারণ একজন তিন মাসের শিশুর পক্ষে একা একা ট্যাঙ্কে উঠে যাওয়া বা সেখানে পৌঁছনো অসম্ভব। এরপর তদন্ত ঘনাতে থাকে, আর তখনই উঠে আসে ভয়ঙ্কর এক সত্য। সূত্রের খবর, শিশুটির মা-ই তাকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে খুন করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহিলা এই ঘটনার কথা স্বীকার করেন।

আরও পড়ুন: Thursday Astrology: প্রেমের ভুল বোঝাবুঝি? আজই হবে সমাধান!
তদন্তে উঠে আসে, গর্ভবতী হওয়ার পর থেকেই মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। সন্তান জন্মানোর পর তার মনের অবস্থা আরও অবনতি ঘটতে থাকে। বাড়ির সদস্যদের তিনি প্রায়ই বলতেন যে, শিশুটি ক্রমাগত কান্নাকাটি করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। পরিবারের সদস্যরা তার কথাকে তখন গুরুত্ব দেননি। সকলের ধারণা ছিল, এটি হয়তো মাতৃত্বকালীন কিছু মানসিক চাপে বলা কথা। কিন্তু কেউ কল্পনাও করেনি এই মানসিক অবসাদ একসময় খুনে পরিণত হবে। সন্তানের কান্না যে একটি মায়ের কাছে মৃত্যুদণ্ডের মতো হয়ে দাঁড়াতে পারে, তা সত্যিই স্পর্শকাতর।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত (Crime News) মহিলার বিরুদ্ধে শিশু হত্যা ও প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT