Nadia News: যেখানে ১০০ বছরের ঐতিহ্য আজও অমলিন, জানুন এই ঐতিহ্যের কথা

জেলা রাজ্য সংস্কৃতি

শ্যামল নন্দী, বারাসাত: নদিয়ার (Nadia News) বুক চিরে বয়ে চলেছে এক শতাব্দীর পুরনো সংস্কৃতির সুর! অষ্টক ও বুলান গান। চৈত্র মাস এলেই নদীয়ার (Nadia News) শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট যেন জেগে ওঠে নতুন প্রাণে। গ্রাম্য গলি আর ধুলো মাখা পথ ধরে ভেসে আসে এক অন্য রকম আনন্দ, যেখানে নীল পুজো আর গাজন উৎসব (Gajan Festival) শুধুই আচার নয়, তা যেন এক জীবন্ত ইতিহাস।

আরও পড়ুন: Bankura: অরণ্যের বুকে লোকনাথ ধামের যাত্রা! জয়পুরে ইতিহাসের নতুন অধ্যায়

এই উৎসব ঘিরে বছরের পর বছর ধরে চলতে থাকা এক অমূল্য ধারা হল অষ্টক ও বুলান গান (Astak-Bulan Song) । শতবর্ষের বেশি পুরনো এই ঐতিহ্য (Tradition) আজও ঠিক ততটাই জীবন্ত। যতটা ছিল প্রথম দিন। শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ, শিব-পার্বতীর সাজে সেজে ঘুরে বেড়ায় আশেপাশের গ্রামে গ্রামে। প্রতিটি বাড়ির উঠোনে, প্রতিটি প্রাঙ্গণে তারা গেয়ে ওঠে সেই সুর। যা শুধু গান নয়, গ্রামের মাটির গন্ধ, বিশ্বাসের ছোঁয়া আর সাংস্কৃতিক আবেগের মিশ্রণ।

এই অষ্টক গান গাওয়ার সময় যে অর্থ সংগ্রহ হয় তা আবার ফিরে যায় উৎসবেই। শিব পুজোর আয়োজন আর গাজনের ব্যবস্থাপনায়। প্রতিটি পর্বে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে। এই উৎসব কেবল ধর্মীয় নয়, এটি সমাজের, সংস্কৃতির, আর আত্মার এক উজ্জ্বল উদযাপন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গাজন কমিটির (Gajan Festival) সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতের প্রজন্মকেও এই ঐতিহ্যের স্বাদ পৌঁছে দিতে তাঁরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ অষ্টক ও বুলান গান (Astak-Bulan Song) শুধু সুরের ব্যাপার নয়—এ এক উত্তরাধিকারের গান, যা নদিয়ার (Nadia News) প্রাণে বাজে অবিরাম। এই গান আর উৎসবই যেন মনে করিয়ে দেয় গ্রামীণ বাংলার মাটি এখনও কথা বলে, গায়, আর ভালোবাসতে শেখায়।

আরও পড়ুন: CR Park Fish Market: চিত্তরঞ্জন পার্কে মাছের বাজার বন্ধের হুমকি গেরুয়াশিবিরের