নিউজ পোল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়ার, বিরাট কোহলি (Virat Kohli), এবার তার দীর্ঘ আট বছরের পুরনো সম্পর্ককে বিদায় জানাতে চলেছেন। পুমার (Puma) সঙ্গে তার এই পথচলা থেমে যাচ্ছে, আর সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলে দিয়েছে বাণিজ্যিক ও ক্রীড়াজগতের নানা মহলে। বহু বছর ধরে পুমার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেও, এবার বিরাট নতুন দিশার খোঁজে পা বাড়ালেন। সূত্রের খবর, চলতি আইপিএল (IPL 2025) মরসুমেই বিরাট এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। প্রশ্ন উঠছে, এমন দীর্ঘমেয়াদী সফল পার্টনারশিপের ইতি টানার পেছনে কী কারণ রয়েছে? উত্তরে মিলছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।
আরও পড়ুন:- PCB : রিজওয়ানরা মুখ থুবড়ে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাবনাতীত সাফল্য পাকিস্তানের!
জানা গিয়েছে, বিরাট কোহলি (Virat Kohli) এবার বিনিয়োগ করতে চলেছেন একটি সম্পূর্ণ নতুন ভারতীয় ব্র্যান্ডে — অ্যাগলিটাস (Aglitas)। বেঙ্গালুরুতে (Bangalore) অবস্থিত এই সংস্থাটি খেলাধুলোর পোশাক এবং সরঞ্জাম (sportswear & equipment) তৈরি করে। মাত্র দু’বছর আগে, ২০২৩ সালে, এই ব্র্যান্ডের প্রতিষ্ঠা করেন অভিষেক গঙ্গোপাধ্যায় (Abhishek Gangopadhyay)। তিনি এক সময় পুমার সঙ্গে যুক্ত ছিলেন। বিরাটের এই বিনিয়োগের সিদ্ধান্ত শুধু বাণিজ্যিক নয়, তা ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির আধিপত্য চললেও, নিজস্ব কোনো বড় ঘরোয়া খেলাধুলার ব্র্যান্ড (Indian sports brand) গড়ে ওঠেনি। বিরাটের এই নতুন উদ্যোগ সেই অভাব পূরণের দিকেই এক বড় পদক্ষেপ হতে পারে।

তবে বিনিয়োগের চুক্তিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত। বিরাট কোহলির (Virat Kohli) নিজের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান ৮ (One8 lifestyle brand)–এর ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে অ্যাগলিটাসের উপর। শুধু শহরেই নয়, ভারতের প্রত্যন্ত অঞ্চলেও One8-এর উপস্থিতি পৌঁছে দিতে হবে অ্যাগলিটাসকে। এটি নিছকই একটি বিনিয়োগ নয়; বরং এটি একটি কৌশলগত সহযোগিতা, যেখানে দেশীয় ব্র্যান্ডের সঙ্গে দেশের সেরা খেলোয়াড়ের হাত মেলানো হচ্ছে। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতীয় বাণিজ্য ও ক্রীড়াজগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
যেখানে পুমার মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বিরাটের এত বছরের সম্পর্ক ছিল, সেখানে এই আকস্মিক বিচ্ছেদ নিঃসন্দেহে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে জানিয়ে রাখা দরকার, এই সিদ্ধান্ত বিরাট নিজেই নিয়েছেন সম্পূর্ণ ভেবে-চিন্তেই। তার লক্ষ্য এখন একটি নতুন ভারতীয় ব্র্যান্ডকে বিশ্বমানের করে তোলা।বর্তমানে ভারতের খেলাধুলার বাজার ব্যাপক বিস্তার লাভ করেছে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের মতো খেলাগুলির জনপ্রিয়তার পাশাপাশি, ক্রমশই বাড়ছে ফিটনেস নিয়ে মানুষের সচেতনতা। ফলে স্পোর্টসওয়্যার এবং ফিটনেস অ্যাপারেল (fitness apparel, athletic gear)–এর চাহিদাও বেড়েছে কয়েকগুণ। এই প্রেক্ষাপটেই বিরাটের এই পদক্ষেপ ভবিষ্যতের দিক নির্দেশ করতে পারে।