Bengal Weather: বৈশাখ আসার আগেই দুর্যোগের ঘনঘটা! কতটা স্বস্তি মিলবে?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: চৈত্রের শেষ লগ্নে দাঁড়িয়ে যখন বাংলা নতুন বছরের (Bengali New Year) প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে বিরাজ করছে অসহ্য গরম (Bengal Weather)। কলকাতায় (Kolkata) পারদ ছুঁইছুঁই করছে ৪০ ডিগ্রির ঘর। ইতিমধ্যেই একাধিক জেলা—যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান (Bankura, Purulia, Birbhum, East & West Bardhaman)—জ্বলে উঠেছে ৪০ ডিগ্রির উপর তাপমাত্রায়। রোদের প্রখরতায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই উত্তপ্ত আবহাওয়ার মাঝে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শনিবার সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে (Storm Wind Speed), সঙ্গে প্রবল বজ্রপাত ও ভারী বৃষ্টির (Thunderstorm, Heavy Rain) পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টির কারণে এদিন সন্ধ্যার জন্য লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে উল্লেখিত জেলাগুলিতে।

আরও পড়ুন:- Friday Weather: শুক্রবারেই ঝড়-বৃষ্টিতে নামবে পারদ!

বৃহস্পতিবার বিকেলেও(Bengali Weather) দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি (Scattered Rain) হয়েছিল। কলকাতার কিছু অংশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস যেমন ছিল, বাস্তবেও তা দেখা যায়। সন্ধ্যার দিকে হঠাৎই আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও অল্পবিস্তর বৃষ্টিতে ভিজে ওঠে মহানগর (Bengali Weather)। তবে তাতে গরম থেকে তেমন কোনও উল্লেখযোগ্য স্বস্তি মেলেনি। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা সহনীয়। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) আকাশ ছিল মেঘে ঢাকা, এবং কিছু এলাকায় ঝড়বৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং (Jalpaiguri, Cooch Behar, Alipurduar, Darjeeling, Kalimpong) জেলায়। উত্তরবঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চৈত্র মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের (Bengali Weather) গরম যে হারে চড়তে শুরু করেছিল, তা মাসের শেষেই এসে যেন চরমে পৌঁছেছে। দুপুরের তপ্ত (Bengali Weather) রোদের তেজে রাস্তায় বের হওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। যদিও হালকা ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে, তবে তাপমাত্রার প্রকৃত পতন এখনও অধরা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসী এখন একমাত্র ভরসা রেখেছে কালবৈশাখীর (Kalbaishakhi Storm) উপর। হাওয়া অফিসের পূর্বাভাস যদি বাস্তবে রূপ নেয়, তবে নববর্ষের প্রাক্কালে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে রাজ্যবাসী।