নিউজ পোল ব্যুরো: মালদা এবং মুর্শিদাবাদের পরপর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা নিয়ন্ত্রণে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই পরিস্থিতিতে রবিবার নিউটাউনের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ প্রশাসন তথা রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
আরও পড়ুনঃ SSC 2016 : অব্যবস্থার চূড়ান্ত, ৪ দিনেই অনশনে ইতি টানলেন চাকরিহারা শিক্ষকেরা
এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমেই বলেন, “যখন অযোগ্যদের আপনি একটা বড় জায়গায় বসিয়ে দেবেন, তখন এই ধরণের ঘটনাই ঘটবে। সুপ্রিম কোর্ট কি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে? তাহলে এই যে তামিলনাড়ু তাদের পক্ষে রায় পেল, সেটা কি করে হল?” এরই সঙ্গে সুকান্ত যোগ করেছেন, “পুরো দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলে অপরের ঘাড়ে দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে উনি এক্সপার্ট।অভিষেক বাবু (Abhishek Banerjee) তাঁর পরিবারের। আর ঝাড় থেকে বাঁশ তো আর আলাদা হবে না। যেরকম ঝাড় সেরকমই বাঁশ। আর সেই বাঁশ পশ্চিমবঙ্গবাসী বয়ে নিয়ে চলছে।”
তবে এর পাশাপাশি সুকান্ত (Sukanta Majumder) এও জানান যে তিনি এখনই মালদা যেতে চান না। তার কথায়, “কাল মালদা যাব। আজ রাতে বেরোব। পল্লালপুরে যারা আক্রান্ত হয়েছে, তাঁদের সঙ্গে দেখা করবো। তবে মুর্শিদাবাদে যাব না। কন্ট্রোল রুম তৈরি করেছি। তেমন হলে গৃহমন্ত্রীকে সব জানাব।” এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য কতটা সাহায্য করবে প্রশ্ন ওঠে তা নিয়েও। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আক্রমণের তীব্রতা বাড়িয়ে বলেন, “কদিন আগে দিল্লি পুলিশ যখন এসেছিল। তখন মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। তিনি বলেছিলেন কেন অন্য রাজ্যের পুলিশ আসবে এই রাজ্যে। তাহলে এই রাজ্যের মানুষ কেন কাজে অন্য রাজ্যে যাবে?”

গাড়ি থামিয়ে হিন্দু দেবদেবীর স্টিকার বা সনাতনী গেরুয়া পতাকা খুলে নেওয়ার একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুকান্ত বলেন, “দ্বিতীয় বাংলাদেশ তৈরির চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পার্টির তরফে করা হচ্ছে। তাই আমার মনে হয়, হিন্দু এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য এটাই হাই টাইম। কারণ পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ আর মানুষ শান্তিতে রয়েছে। ভারতবর্ষের সেকুলারিজম আছে এই কারণেই কারণ এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে না সেদিন এ দেশে সেকুলারিজমও আর থাকবে না।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
সুকান্ত মজুমদার (Sukanta Majumder) আরও বলেন, “পুলিশ ন্যাশনাল হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল। মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশ যেতে পারেনি। যতক্ষণ না বিএসএফ (BSF) এসেছে। বিএসএফ আসার পর পুলিশ গিয়েছে। তার জন্যে ডিজিপিকে যেতে হয়েছে।” উত্তরবঙ্গ এবং দক্ষিণ ২৪ পরগণার সামগ্রিক পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে এদিন আরও একবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন সুকান্ত। এর পাশাপাশি বামেদেরও কটাক্ষ করেছেন তিনি। বলেন, “সিপিএম ধর্মহীন। ওদের যায় আসে না।”