Kalighat Skywalk: মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন রূপে কালীঘাট

কলকাতা সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: নতুন রূপে কলকাতার যুক্ত হল এক অত্যাধুনিক অবকাঠামো কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk)। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে, বাংলা নববর্ষের আগের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যা ৭টায় এই স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রসঙ্গত, ২০১৮ সালে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের সফল বাস্তবায়নের পর কালীঘাটেও তেমনই একটি স্কাইওয়াক (Kalighat Skywalk) নির্মাণের পরিকল্পনা নেয় রাজ্য সরকার। ওই সময়েই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দও হয়। কিন্তু বাস্তবায়নের পথে বাঁধা হয়ে দাঁড়ায় হকার সমস্যা, স্থানসংক্রান্ত জট এবং প্রশাসনিক নানা জটিলতা। এর জেরে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে সময় লেগে যায় চার বছর। অবশেষে ২০২২ সালে কাজের সূচনা হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয়, আঠারো মাসের মধ্যে কাজ শেষ করে হকারদের পুনর্বাসন (Hawkers Rehabilitation) দেওয়া হবে। বাস্তবে সেই আঠারো মাসের কাজ গড়ায় তিন বছর। অবশেষে ৮২ কোটি টাকা খরচ করে স্বপ্নের কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ সম্পন্ন হয়। উদ্বোধনের প্রাক্কালে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শৈশবের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। তিনি লেখেন, কীভাবে ছোটবেলায় মায়ের হাত ধরে তিনি কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে যেতেন। আজও চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় নিয়ম করে তিনি মন্দিরে পুজো দেন। তাই এবছর চৈত্র সংক্রান্তিতেই এই স্কাইওয়াক উদ্বোধন তার কাছে আরও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: Bus Accident: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

উল্লেখ্য, স্কাইওয়াকে (Kalighat Skywalk) ওঠা-নামার জন্য রাখা হয়েছে তিনটি সাধারণ সিঁড়ি, চারটি চলমান সিঁড়ি , এবং একটি লিফ্ট। নিরাপত্তা ও আরামের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে সম্পূর্ণ অবকাঠামো।এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার , ও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা।

নিউজ পোল বাংলার ইউটিউব পেজের লিঙ্ক: https://www.youtube.com/watch?v=9yTfDq4j2T8