Kolkata Bus Accident: শহরে ফের বাস দুর্ঘটনা!

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিনে এবার শহরের প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে (Kolkata Bus Accident) ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ, হাওড়া থেকে আসা একটি সরকারি বাস (Government Bus) নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় রাস্তার ডিভাইডারে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন যাত্রী (Passengers Injured)। বাসটিতে থাকা এক মহিলা এবং তার শিশু সন্তান সামান্য আঘাত পান। শিশুটির মাথায় হালকা চোট লাগে। পরে ওই শিশুকে তাকে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাদের।

আরও পড়ুন:- SSC Recruitment Case: এসএসসি চাকরি কেলেঙ্কারিতে নতুন মোড়!

বাস দুর্ঘটনার (Bus Crash) ঠিক আগেই চালক বুঝতে পারেন যে বাসের মধ্যে কোনও যান্ত্রিক ত্রুটি (Mechanical Failure) দেখা দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বাস থামানোর চেষ্টা করেন। কিন্তু পার্কস্ট্রিট মোড়ের ঠিক আগে ময়দান সংলগ্ন চ্যাটার্জী ইন্টারন্যাশনাল (Chatterjee International) ভবনের সামনে, যেখানে গাড়ির চাপ ছিল যথেষ্ট, সেখানে একটি দুর্ঘটনা এড়াতে চালক বুদ্ধি খাটিয়ে বাসটি ডিভাইডারের দিকে ঘুরিয়ে দেন। বাসটি এমন জোরে ধাক্কা খায় যে সামনের অংশ সম্পূর্ণ ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের অংশ এবং ডিভাইডার এতটাই জটিলভাবে আটকে পড়ে যে দু’টিকেই কেটে বার করতে হয়। যান্ত্রিক ত্রুটি (Brake Failure or Technical Malfunction) থাকলেও, চালকের তৎপরতায় (Driver’s Alertness) এবং রাস্তায় ভিড় অপেক্ষাকৃত কম থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে দুর্ঘটনার (Kolkata Bus Accident) পরিপ্রেক্ষিতে পার্কস্ট্রিট অঞ্চলে যানজট (Traffic Disruption in Kolkata) তৈরি হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই আশঙ্কায় কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) দুই দিকের লেন ফাঁকা করে দেয়। পুরনো সিমেন্টের ডিভাইডার ভেঙে ঝুলে রয়েছে, যেটি আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পার্কস্ট্রিট, ময়দান ও এসপ্লানেড এলাকার অফিস টাইমে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। তবে পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। যান চলাচল স্বাভাবিক করতে আধ ঘণ্টার বেশি সময় লাগে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার (Kolkata Bus Accident) পেছনে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বাসটির যন্ত্রাংশ পরীক্ষা করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত যে আরও বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে, তা পুলিশের তরফ থেকেও স্বীকার করা হয়েছে। এই ঘটনার পর শহরে চলাচলকারী সরকারি বাসগুলির (WBTC Buses) নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক পরীক্ষা আরও কড়াভাবে করা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।