নিউজ পোল ব্যুরো: বর্তমানে দেশের প্রধান বিচারপতির পদে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna)। তাঁর জায়গায় এবার অভিষিক্ত হতে চলেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই (Justice BR Gavai) ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) সঞ্জীব খান্না আনুষ্ঠানিকভাবে বিচারপতি বিআর গাভাইকে তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন এবং অনুমোদনের জন্য তার নাম কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
বিচারপতি (CJI) সঞ্জীব খান্না সুপারিশের ফলে বিচারপতি গাভাই ভারতের ৫১তম প্রধান বিচারপতি হবেন। বিচারপতি গাভাই ১৪ মে দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। প্রধান বিচারপতি (Justice Sanjiv Khanna) খান্না ১৩ মে অবসর গ্রহণ করবেন। বিচারপতি বি আর গাভাই ভারতের প্রধান বিচারপতি হিসেবে প্রায় ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবেন কারণ ২০২৫ সালের নভেম্বরে তিনি অবসর গ্রহণ করবেন।
আরও পড়ুনঃ Mamata Banerjee : “বর্ডার তো BSF সামলায়! লোক ঢোকালেন কেন?” কৈফিয়ত চান মমতা
২০০৭ সালে দেশের প্রধান বিচারিক পদে উন্নীত বিচারপতি কেজি বালাকৃষ্ণণের পর, বিচারপতি বি আর গাভাই হবেন দ্বিতীয় দলিত ব্যক্তি যিনি প্রধান বিচারপতি (Chief Justice of India) পদে অধিষ্ঠিত হবেন। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিচারপতি হিসেবে, বিচারপতি গাভাই বেশ কয়েকটি যুগান্তকারী রায়ের সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে মোদী সরকারের ২০১৬ সালের নোটবন্দি সিদ্ধান্তকে বহাল রাখার রায় এবং নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করা।
বিচারপতি গাভাই ১৯৮৫ সালে তার আইনজীবন শুরু করেন। ১৯৮৭ সালে বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে আইন পেশা শুরু করার আগে তিনি প্রথমে প্রয়াত রাজা এস ভোঁসলের সাথে কাজ করেছিলেন। বিচারপতি সাংবিধানিক ও প্রশাসনিক আইনের উপর মনোনিবেশ করেছিলেন এবং নাগপুর ও অমরাবতী পৌর কর্পোরেশন, অমরাবতী বিশ্ববিদ্যালয় এবং SICOM এবং DCVL এর মতো রাষ্ট্র পরিচালিত কর্পোরেশন সহ বেশ কয়েকটি নাগরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr