Dilip Ghosh Wedding : দিলীপ না রিঙ্কু, কে প্রথম কাছে এসেছেন?

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ বৃহস্পতিবার সন্ধ্যায় খবর আসে দিলীপ ঘোষের বাড়িতে লক্ষ্মী আসছেন। সেই লক্ষীকে ঘরে আনছেন খোদ দিলীপ ঘোষই (Dilip Ghosh)। আজ সন্ধ্যায় চার হাত এক হতে চলেছে। বিয়ের পিঁড়িতে (Dilip Ghosh Wedding) বসছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন সভাপতির নিউটাউনের বাড়িতে বসছে বিয়ের আসর। একেবারেই ছিমছাম ভাবে হবে সমস্ত অনুষ্ঠান। সকাল থেকেই জমজমাট দিলীপ ঘোষের বাড়ি। উপহার হাতে হাজির হন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতারা। সবই তো খবর পাওয়া গেল কিন্তু জানেন কি কে আগে কাছে এসেছেন? কে কাকে আগে মন দিয়েছেন। না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকেই।

পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। তিনিও বিজেপি কর্মী । কাজের সূত্রেই তাঁদের আলাপ বলে জানিয়েছেন দিলীপ ঘোষ হবু স্ত্রী। রিঙ্কু জানিয়েছেন তিনিও আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যার উত্তর দিতে বিজেপি নেতা তিন মাস সময়ও নেন। রিঙ্কু মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি প্রথম দেখাতেই প্রেমে বিজেপির এই ঠোটকাটা নেতার প্রেমে পড়েছিলেন। হবু স্ত্রীর কথায় দিলীপ ঘোষের রাফ অ্যান্ড টাফ মেজাজই তাঁকে আকর্ষণ করত। বললেন, ‘অনেকদিনই ভাল তো লাগতই। রিঙ্কু বলেছেন, ‘ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।’ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না এবং তাঁর একটি ছেলেও রয়েছে। তাঁর ছেলের মত প্রসঙ্গে রিঙ্কু মজুমদার বলেছেন, ‘এত ডিজার্ভিং একজন মানুষ, ছেলে খুবই খুশি।’ বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন তা জানতে চাওয়া হলে রিঙ্কু জানান, ‘হানিমুন ডেস্টিনেশন হিসেবে সিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।’

আরও পড়ুনঃ Dilip Ghosh Wedding: সঙ্ঘের বাঁধা টপকে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ, কী থাকছে মেনুতে?

শুক্রবার রিঙ্কু সাজবেন লাল বেনারসীতে । বৈদিক মতে হবে বিয়ে। হবে সিঁদুর দানও। এমনটাই খবর মিলেছে। ইতিমধ্যেই বিয়ের সমস্ত আয়োজন চলছে বলেই খবর। বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন রিঙ্কু মজুদারের পরিবারের কাছের সদস্যরা। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি বিয়েতে সেভাবে কাউকেই আমন্ত্রণ করেননি। রিঙ্কু মজুমদার (Rinku Majumdar) নিজেই জানিয়েছেন, ‘‘আমরা নিজেদের সিদ্ধান্তে নিজেরাই নিজেদের অভিভাবক হয়ে এই সামাজিক সম্পর্কে আবদ্ধ হচ্ছি।’’ দিলীপ ঘোষও (Dilip Ghosh Wedding) বিষয়টি স্বীকার করেছেন। আমন্ত্রিতের সংখ্যা মাত্র চল্লিশের মতো। তবে খাবারে থাকবে চমক। নিরামিষ না হলেও আজকের থালিতে মাংস থাকছে না, তবে থাকবে নানা ধরনের মাছ ও সবজি। দিলীপ ঘোষ বিয়ে করছেন এই খবর আসার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিজেপি নেতা। শুধু বিজেপি নয় অন্যান্য দলের নেতারাও নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন দিলীপ ঘোষকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT