Kashmir: বিতানের নামে কোটি টাকার ফান্ড! কার পকেটে যাচ্ছে টাকা?

কলকাতা

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে আবেগ যেন বড় অস্ত্র হয়ে উঠেছে অনলাইনে অর্থ সংগ্রহের দুনিয়ায়। আর সেই আবেগকেই পুঁজি করে তৈরি হচ্ছে একের পর এক ফান্ড রেইজার। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় (Kashmir) প্রাণ হারানো বিতান অধিকারীর (Bitan Adhikari) মৃত্যু নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরছে এক ‘ফান্ড রেইজিং’ ক্যাম্পেইন। তলায় স্পষ্ট লেখা, “In Loving Memory of Bitan Adhikari”। শুনলে চমকে উঠতে হয় এই উদ্যোগে ইতিমধ্যেই উঠে গিয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৩৪ মার্কিন ডলার! কিন্তু এই টাকা যাবে কোথায়? কার হাতে পৌঁছাবে? সে বিষয়ে নেই কোনও নির্দিষ্ট তথ্য।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ জঙ্গি,আহত দুই জওয়ান

বিদেশে কর্মরত বিতানের পাঠানো অর্থেই চলত তার অশীতিপর বাবা-মায়ের সংসার। ছেলের মৃত্যুর (Kashmir) খবরে কার্যত অথৈ জলে তারা। অথচ বিতানের স্ত্রী সোহিনী যিনি স্বামী হারিয়ে শোকস্তব্ধ, তিনিও নিজের শ্বশুর-শাশুড়ির পাশে দাঁড়াননি। এমনটাই দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। এ নিয়েও চলছে জোর বিতর্ক।

রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অনলাইনে লেখেন, “যদি সরকার থেকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় তবে তা শুধু বিতানের স্ত্রী নয়, তার বার্ধক্যজনিত মা-বাবাকেও দিতে হবে। পরিবারে তাঁদের অবস্থানই প্রমাণ করে, তাঁরাও এখন কঠিন অনিশ্চয়তার মধ্যে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন শুধু বিতান কেন? একই দিনে সেনা জওয়ান হিসেবে শহিদ হয়েছেন (Kashmir) নদিয়ার ঝন্টু আলি। তার পরিবারের জন্যও এমন সাহায্যের হাত বাড়ানো উচিত। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অনলাইনে যে বিপুল অর্থ উঠছে, তা আদৌ কি যাচ্ছে সঠিক জায়গায়? কোথায় যাচ্ছে এই টাকা? কারা এই টাকা দিচ্ছেন? কে পরিচালনা করছেন এই উদ্যোগ?