Pahalgam Terror Attack: সিন্ধু চুক্তি শেষ! এবার জলনীতিতে ভারতের কড়া জবাব

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের জলনীতি নিয়ে এবার দৃঢ় অবস্থানে কেন্দ্র। পাকিস্তানকে (Pakistan) আর একফোঁটা জলও দেওয়া হবে না, এই বার্তা অত্যন্ত স্পষ্ট ভাষায় দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। সাম্প্রতিক পহেলগাঁওয়ের নির্মম সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি (Delhi) যে কড়া মনোভাব নিয়েছে তা আরও একবার স্পষ্ট হল তাঁর বক্তব্যে।

আরও পড়ুন: Army Nursing College: ভারত-পাক উত্তেজনার মাঝে নতুন হামলা! হ্যাক হল সেনা ওয়েবসাইট

একটি সাক্ষাৎকারে মন্ত্রী জানান, “সরকারের কাছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি এই তিন ধরনের পরিকল্পনা প্রস্তুত রয়েছে, যাতে নিশ্চিত করা যায় পাকিস্তান (Pakistan) সিন্ধু চুক্তির অধীনে আর এক বিন্দু জলও না পায়।” যদিও এই পরিকল্পনাগুলি কিরকম সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এর পরপরই নয়াদিল্লি পাকিস্তানকে সন্ত্রাসে (Pahalgam Terror Attack) মদত দেওয়ার অভিযোগে একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে। সীমান্ত পেরোনোর নিয়মে কড়াকড়ি, ওয়াঘা-আটারি সীমান্ত সাময়িকভাবে বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ। সব মিলিয়ে স্পষ্ট যে, পরিস্থিতি আর আগের মতো নয়।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জলশক্তি মন্ত্রী পাটিল-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানে সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টিই আলোচনার মূল বিষয় ছিল। এমনকি পাকিস্তান যদি আন্তর্জাতিক মঞ্চে বা বিশ্ব ব্যাঙ্কের কাছে আপত্তি তোলে, তারও প্রস্তুতিপর্ব চলছে। নয়াদিল্লি আইনি দিক থেকেও নিজেদের অবস্থান পাকা করতে চাইছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাকিস্তানের তরফে এই সিদ্ধান্তকে কার্যত যুদ্ধ ঘোষণা বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ভারতীয় সরকারের বার্তা একটাই, দেশের নিরাপত্তা আর সম্পদের প্রশ্নে আপস নয়।