Pahalgam Issue: জঙ্গি হামলায় নিহতদের পরিবারের জন্য একাধিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার (Pahalgam Issue) ভয়াবহতায় গোটা দেশ স্তব্ধ। সাধারণ মানুষের উপর নৃশংসভাবে চালানো গুলিচালনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরপরাধ মানুষ। এই হৃদয়বিদারক ঘটনায় বাংলার তিনজন নাগরিকের মৃত্যু রাজ্যের জন্য এক তীব্র বেদনার বার্তা বয়ে এনেছে। ঠিক সেই সময়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাদের পরিবারের পাশে দাঁড়ালেন।

আরও পড়ুন: Amit Shah: রাজ্য থেকে পাকিস্তানিদের উৎখাত করুন, মুখ্যমন্ত্রীদের কড়া নির্দেশ শাহের

শনিবার নবান্নে (Nabanna) জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঘোষণা করেন, নিহত প্রতিটি বাঙালি নাগরিকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই আর্থিক সহায়তা শুধুমাত্র ক্ষতিপূরণ নয় বরং তাদের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস।

এছাড়াও, নিহত কলকাতার (Kolkata) যুবক বিতান অধিকারীর পরিবারের বিশেষ আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। বিতানের বাবার নামে সরকার একটি পেনশন ফান্ড তৈরি করবে যার মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি বিতানের মায়ের জন্য ‘স্বাস্থ্যসাথী’ কার্ড চালু করা হবে যাতে চিকিৎসাজনিত প্রয়োজন মেটানো যায়।

নবান্নে (Nabanna) শনিবার এক জরুরি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছয় সেখানেই ফোন মারফত। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নারকীয় সন্ত্রাসী হামলার (Pahalgam Issue) ঠিক পর মুহূর্তেই মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছিলেন। কিন্তু প্রতিবাদের সীমানা পেরিয়ে এবার তাঁর ভাবনায় জায়গা করে নিয়েছে আহত ও নিহতদের পরিজনদের জীবনের নতুন অধ্যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ঘটনার (Pahalgam Issue) কয়েকদিন পেরোতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন মানবিকতার খাতিরে রাজ্য সরকার সবসময় পাশে থাকবে এইসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। রাজ্যের তরফে তাঁদের জন্য থাকবে আর্থিক সহায়তা, পেনশন, চিকিৎসা সুবিধা এবং প্রয়োজনে চাকরির সুযোগও।