নিউজ পোল ব্যুরো: রবিবারের (Sunday) সকাল থেকেই কলকাতায় (Weather Forecast)গরমের (heatwave) রেশ স্পষ্ট। শহরের সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা (partly cloudy) থাকলেও, রোদের দাপট (harsh sunlight) কমবে না। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পারদ পৌঁছাতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর (weather Forecast) জানিয়েছে, আজ কলকাতায় বৃষ্টির (rainfall) সম্ভাবনা খুবই কম।দক্ষিণবঙ্গের (South Bengal) হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়ার মতো জেলাগুলোতেও একই অবস্থা। দিনের তাপমাত্রা (temperature rise) ৩৬ থেকে ৩৭ ডিগ্রির আশেপাশে (Weather Forecast)ঘোরাফেরা করবে। বাতাসে আদ্রতার পরিমাণ (humidity level) ৬৫ শতাংশের বেশি থাকবে, যা তাপমাত্রার (temperature feel) তুলনায় অস্বস্তি (discomfort) অনেক বাড়িয়ে তুলবে। আবহাওয়া বিশেষজ্ঞরা(meteorologists) জানাচ্ছেন, আজকের দিনে রাস্তায় বেরোলে সতর্কতা (precaution) মেনে চলা জরুরি।
আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!
উত্তরবঙ্গে (North Bengal) তবে খানিকটা ভিন্ন পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলে বিকেলের দিকে হালকা বৃষ্টির (light shower) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই অংশগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টির জন্য ঠান্ডা পরিবেশ (cool weather) বজায় থাকবে। যারা আজ উত্তরবঙ্গে বেড়াতে গেছেন, তাঁদের জন্য আবহাওয়া বেশ মনোরম (pleasant) থাকবে।
আজকের বিশেষ দিক হল WBJEE 2025 পরীক্ষার (exam day) আয়োজন। পরীক্ষার্থীদের (candidates) জন্য আজকের গরম বড় চ্যালেঞ্জ (challenge) হতে চলেছে। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে (exam centre) পৌঁছানোর জন্য বলা হয়েছে, যাতে দুপুরের তীব্র গরমে বাইরে থাকতে না হয়। সঙ্গে পর্যাপ্ত পানি (water bottle), হালকা খাবার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস (necessary documents) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করেছে, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বেরোনো এড়াতে (avoid outing) হবে। যাঁদের বের হতেই হচ্ছে, তাঁদের সানগ্লাস (sunglasses), ক্যাপ (cap) এবং ছাতা (umbrella) সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পানি কম খেলে ডিহাইড্রেশন (dehydration) হতে পারে, তাই শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি (essential).সন্ধের পরে কলকাতায় হালকা দমকা হাওয়া (light breeze) বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টির সম্ভাবনা (rain possibility) খুবই ক্ষীণ। শহরজুড়ে গরমের আঁচ থাকলেও, রাতের দিকে কিছুটা স্বস্তি (relief) পাওয়া যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT