নিউজ পোল ব্যুরো: সোমবার কলকাতা ও পশ্চিমবঙ্গে আবহাওয়া থাকবে মোটামুটি স্বাভাবিক (normal conditions)। সকালে কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন (partly cloudy) এবং বাতাসে সামান্য আর্দ্রতা থাকতে পারে। ভোরের দিকে শহরের কিছু অংশে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা (Monday Weather Forecast) আছে, বিশেষ করে হাওড়া ও উত্তর কলকাতা অঞ্চলে। সকালে তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যে। বাতাস থাকবে দক্ষিণ-পূর্ব দিক থেকে, ঘণ্টায় প্রায় ১০ থেকে ১২ কিমি গতিতে (wind speed)।
দুপুরের দিকে রাজ্যের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়বে। কলকাতায় দুপুরের গড় তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Monday Weather Forecast)। দক্ষিণবঙ্গের জেলা যেমন মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে দুপুরের দিকে আকাশ কিছুটা ভারী হতে পারে (cloud formation)। যদিও বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার মাত্রা (humidity level) থাকবে ৫৫ থেকে ৬৫ শতাংশের মধ্যে, যা গরম অনুভূতিকে কিছুটা বাড়াতে পারে।
আরও পড়ুন:Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা
বিকেলের সময় কলকাতা ও আশপাশের এলাকায় বইতে পারে হালকা বাতাস (light breeze)। বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে সামান্য মেঘলা আকাশ দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে বিকেলে সামান্য ঠান্ডা অনুভূত হতে পারে।
রাতের দিকে আবহাওয়া আরও আরামদায়ক হবে। কলকাতায় রাতের তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কিছু অংশে বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে তাপমাত্রা আরও কমতে পারে। রাতের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে (clear night) এবং বাতাসে মৃদু ঠান্ডা অনুভূত হবে। যারা রাতের সময় বাইরে যাবেন বা ভ্রমণ করবেন, তাদের জন্য আবহাওয়া মোটামুটি উপযোগী থাকবে। আবহাওয়া দফতর কোনো বিশেষ সতর্কতা (no special alert) জারি করেনি।
সোমবার সারাদিন কলকাতা (Monday Weather Forecast) এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে মোটামুটি স্বাভাবিক এবং স্বস্তিদায়ক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT