Madhyamik 2025 : ডাক্তার হতে চায় প্রথম স্থানাধিকারী আদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী দিচ্ছে বিশেষ টোটকা

breakingnews জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শুক্রবার প্রকাশিত হল এই বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) ফলাফল। প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। এরপরই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ারই কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে ৬৯৩ নম্বর। স্বাভাবিকভাবেই প্রথম তিনে থাকা এই ছাত্রছাত্রীদের নিয়ে উচ্ছ্বাসে ভাসছে স্কুল থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ Hafiz Saeed : পহেলগাঁওকাণ্ডের নেপথ্যেও ২৬/১১ -এর হাফিজ সঈদ? খতম করা হতে পারে যে কোনও সময়

কিন্তু তারা নিজেরা কী বলছে? কতটা উচ্ছ্বসিত নিজেদের এহেন সাফল্যে? পাশাপাশি আগামী ভবিষ্যতেই বা কোন পথে হাঁটার কথা ভাবছে তারা? এবারের মাধ্যমিকে (Madhyamik 2025) প্রথম স্থান অধিকার করা আদৃত সরকার সাফ জানিয়ে দিয়েছে নিজের মনের কথা। উত্তর দিনাজপুরের ছেলে আদৃত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলে, “মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে।”

এদিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকা অনুভব এবং সৌম্য, দুজনের কেউই বিশ্বাস করতে পারছে না যে তারা দ্বিতীয় হয়েছেন। যদিও এই সাফল্যের রেসিপিটা কী সেটার ব্যখ্যা দুজনই দিয়েছে। চমকপ্রদ বিষয় হল, দুজনের ব্যখ্যাই এক। দুজনেই দাবি করেছে যে তারা ঘড়ি ধরে পড়াশোনা করেননি। এদিকে প্রথম হওয়া আদৃতের মত অনুভবেরও ইচ্ছে সে চিকিৎসক হওয়ার। আবার সৌম্য চায় ইঞ্জিনিয়ার বা গবেষক হতে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এবারের মাধ্যমিকে (Madhyamik 2025) মেয়েদের মধ্যে প্রথম এবং সার্বিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। সে আবার বিশেষ টিপস দিয়েছে আগামীর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে ভাল ফলাফল করা কীভাবে সম্ভব, সেই ব্যখ্যা দিতে গিয়ে ঈশানী জানিয়েছে, “যে কোনও বিষয়ই খুঁটিয়ে পড়তে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাছাড়া যত মার্কসের প্রশ্ন সেই অনুযায়ী লিখতে হবে। বেশি লেখা যাবে না।” ঈশানী আরও জানিয়েছে সেও ভবিষ্যতে গবেষণা করতে আগ্রহী।