Madhyamik Result 2025: ৭০ দিনেই ফলপ্রকাশ! মেধায় জেলা এগিয়ে, প্রথম দশে ৬৬ জন

breakingnews কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: মাত্র ৭০ দিনের ব্যবধানে প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2025) ফলাফল। শহরের তুলনায় আবারও জেলার পড়ুয়ারাই ছিনিয়ে নিলেন কৃতিত্বের মুকুট। রাজ্যের মেধাতালিকার শীর্ষ দশে (Madhyamik Result 2025) জায়গা করে নিয়েছে ৬৬ জন মেধাবী। ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট (Certificate) আজই মিলবে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে।

আরও পড়ুন: Digha Jagannath Temple: নতুন জাঁকজমকে মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদৃত সরকার অর্জন (Madhyamik Result 2025) করেছে সম্ভাব্য সর্বোচ্চ নম্বর—৬৯৬, যা শতাংশে ৯৯.৪৩। দ্বিতীয় স্থানে সমান নম্বর পেয়ে (৬৯৪ / ৯৯.১৪%) যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তৃতীয় স্থানে এককভাবে ৯৯ শতাংশ নম্বর (৬৯৩) পেয়ে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। চতুর্থ স্থানে রয়েছেন পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম ও কাঁথি ইনস্টিটিউশনের সুপ্রতীক মান্না (৬৯২)। পঞ্চম স্থানে রয়েছেন চারজন,

৯৮.৫৭ শতাংশ নম্বর (৬৯০) পেয়ে সম্ভাব্য ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে পাঁচজন প্রতিভাবান ছাত্রছাত্রী।
এই তালিকায় রয়েছেন: অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল) জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল),রুদ্রনীল মানসাট (বাঁকুড়া গোরাসোল মুরলীধর হাইস্কুল), অঙ্কন মণ্ডল (টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল), অভ্রদীপ মণ্ডল (সারদা বিদ্যাপীঠ হাইস্কুল),

৬৮৯ নম্বর পেয়ে (৯৮.৪৩ শতাংশ) সম্ভাব্য সপ্তম স্থানে অবস্থান করছেন পাঁচজন শিক্ষার্থী। দেবার্ঘ্য দাস (ফালাকাটা হাইস্কুল), অঙ্কন বসাক (গঙ্গারামপুর হাইস্কুল), অরিত্র দে (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), দেবাদ্রিতা চক্রবর্তী (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), সৌরীন রায় (অমরাগড় হাইস্কুল),

৯৮.২৯ শতাংশ নম্বর (৬৮৮) পেয়ে ষোলোজন শিক্ষার্থী পেয়েছেন সম্ভাব্য অষ্টম স্থান। তাঁদের মধ্যে রয়েছেন:

অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, অরিত্র সাহা, শুভ্র সিনহা মহাপাত্র, অরিজিৎ মণ্ডল, স্পন্দন মৌলিক, সৃজনী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায়, অরিত্র সাঁতরা, পুষ্পক রত্নম, এবং অবন্তিকা রায়।

৬৮৭ নম্বর (৯৮.১৪ শতাংশ) নিয়ে সম্ভাব্য নবম স্থানে রয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে রয়েছেন:

দেবাঙ্কন দাস, মৃন্ময় বসাক, অরিত্র মণ্ডল, দিশা ঘোষ, ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, দ্যুতিময় মণ্ডল, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস, তানায়া সুলতানা ও পরমব্রত মণ্ডল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

৯৮ শতাংশ নম্বর (৬৮৬) পেয়ে সম্ভাব্য দশম স্থানে জায়গা করে নিয়েছেন ১৪ জন মেধাবী। এঁদের মধ্যে রয়েছেন:
কৌস্তভ সরকার, আমিনা বানু, উবা সাদাক, তুহিন হালদার, দেবায়ন ঘোষ, শেখ আরিফ মণ্ডল, সম্যক দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, বিশ্রুত সামন্ত, সায়ন বেজ, সোহম সাঁতরা, শৌভিক দিন্দা ও রাহুল ঋকতিয়াজ।