নিউজ পোল ব্যুরো: বলিউডের (Bollywood) গ্ল্যামার আর মাতৃত্ব! এই দুইয়ের এক দুর্দান্ত মেলবন্ধন দেখা গেল ২০২৫-এর মেট গালার লাল গালিচায় (Meta Gala Carpet)। অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানি (Kiara Advani) তাঁর ‘বেবিবাম্প’ (Babybump) নিয়ে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটে হাজির হলেন। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী (Kiara Advani) গর্ভাবস্থায় অংশ নিলেন বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্যাশন ইভেন্টে (Fashion Event)। আর তাঁর সেই উপস্থিতি যেন মাতৃত্বের সৌন্দর্যকেই নতুন সংজ্ঞা দিল।
আরও পড়ুন: MIGM: এবার সমুদ্রেও ‘সার্জিকাল স্ট্রাইক’! ভারতীয় নৌসেনার নতুন কৌশল
গৌরব গুপ্তার (Gourav Gupta) ডিজাইন করা কালো লং গাউনে একাধারে রাজকীয় ও আধুনিক লুকে ধরা দিলেন কিয়ারা। পোশাকটিতে সোনালি জড়ি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল মা ও গর্ভস্থ সন্তানের ‘umbilical bond’-এর প্রতীক। ডিজাইনার গৌরব ও কিয়ারা এই বিশেষ পোশাকের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে। কিয়ারার (Kiara Advani) গ্ল্যামার, তার সঙ্গে মাতৃত্বের দীপ্তি। সব মিলিয়ে এই মুহূর্ত মেট গালার অন্যতম আলোচিত ছবি হয়ে উঠেছে।

দু’দিন আগেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে নিউ ইয়র্কে (New York)পৌঁছেছিলেন কিয়ারা। হোটেল থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের উত্তেজনাও ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। সোমবার (ভারতীয় সময় গভীর রাতে) কিয়ারা যখন মেট গালার রেড কার্পেটে হাঁটলেন, তখন বলিউডে ইতিহাস লেখা হল নতুনভাবে। ক্যাটরিনা কাইফ সহ অনেকেই প্রকাশ করেছেন তাঁর প্রতি শুভেচ্ছা।
তবে তাঁর পোশাকের নকশা ঘিরে তুলনা শুরু হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যাল (Film festival) লুকের সঙ্গে। তবুও কিয়ারা নিজের জায়গায় অভিনব। কারণ তিনি বেছে নিয়েছেন মাতৃত্বকে উদযাপন করার পথ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
২০২৪ সালে কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়া এই অভিনেত্রী এবার বিশ্বজুড়ে আলোচিত মেট গালায় অভিষেক করলেন। আন্তর্জাতিক রেড কার্পেটে গর্ভাবস্থায় এমন স্বাচ্ছন্দ্য আর স্টাইল নিয়ে কিয়ারার আবির্ভাব নিঃসন্দেহে এক যুগান্তকারী মুহূর্ত। বলিউড থেকে আন্তর্জাতিক ফ্যাশন মহল। সবার নজর এখন কিয়ারার দিকেই।