Operation Sindoor: প্রত্যাঘাতের সিঁদুর কীভাবে তৈরি করল ভারত?

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ের শহিদদের (Pahalgam Terror Attack) রক্ত বৃথা যাবে না। জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পাকিস্তান (Pakistan) বারংবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়িয়েছে, তবুও বদলায়নি তাদের মনোভাব। কিন্তু এবার আর শুধু নিন্দা নয়, প্রত্যাঘাতের (Operation Sindoor) দৃঢ় বার্তাই দিল নয়াদিল্লি ‘অপারেশন সিঁদুর’-(Operation Sindoor) এর মাধ্যমে।

আরও পড়ুন: Indian Air force: ভেঙে পড়েছিল যুদ্ধবিমান, মৃত ভারতীয় বায়ুসেনার পাইলট

শুরুটা রক্তাক্ত
২২ এপ্রিল, পহেলগাঁও। ধর্মবিশ্বাস দেখে দেখে হিন্দু পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। একদিনেই প্রাণ গেল ২৫ জন নিরীহ মানুষের। সেই সময় প্রধানমন্ত্রী (Narendra Modi) বিদেশ সফরে থাকলেও, খবর পেয়েই সফর সংক্ষেপ করে দেশে ফিরে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সরাসরি উপত্যকায় পৌঁছে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেন।

কূটনৈতিক চালের পাল্টা
পরের দিন থেকেই পাকিস্তানকে (Pakistan) কোণঠাসা করতে শুরু করে ভারত। ২৩ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় সিন্ধু জলচুক্তি ও সীমান্ত পারাপার। পাকিস্তানি কূটনীতিক ও নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়। কূটনীতিক চাপ তৈরি করে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলে দেওয়া হয়।

সক্রিয় রাজনৈতিক নেতৃত্ব
২৪ এপ্রিল বিহারের এক জনসভা থেকে প্রত্যাঘাতের ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন পেয়ে সরকার হাতে পায় ‘ফ্রি হ্যান্ড’।

প্রতিরক্ষার প্রস্তুতি
২৯ এপ্রিল থেকে শুরু হয় পরপর উচ্চপর্যায়ের বৈঠক। ২ মে গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধবিমান নামিয়ে প্রস্তুতি পরীক্ষা করে বায়ুসেনা। ৫ মে প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় চূড়ান্ত পরিকল্পনায় সিলমোহর দেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে অভিযান
৬ মে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অনুরোধে বৈঠক হলেও, কোনও ফল ছাড়াই তা শেষ হয়। এইদিনই দেশে ঘোষণা হয় নিরাপত্তা মহড়া।

৭ মে : প্রত্যাঘাত
রাত ১টা। পাকিস্তানের দিকে এগোয় (Operation Sindoor) ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। ৯টি সুনির্দিষ্ট লক্ষ্যে চালানো হয় ‘প্রিসিশন স্ট্রাইক’। মুহূর্তে ধ্বংস হয় জঙ্গি ঘাঁটি, মারা পড়ে শতাধিক জঙ্গি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT