Wednesday Weather Report: বুধবার থাকবে শুকনো আকাশ, গরম সহনীয়, নেই বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: বুধবার (Wednesday Weather Report)সকালটা শুরু হতে চলেছে বেশ স্বস্তিদায়ক ভাবে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে সকাল সকাল রোদ উঠবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (Wednesday Weather Report)। ভোরের দিকে কিছুটা কুয়াশা কিংবা হালকা মেঘ থাকলেও, সূর্য উঠতেই তা মিলিয়ে যাবে। তাপমাত্রা (temperature)থাকবে স্বাভাবিকের কাছাকাছি।

আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৬টার সময় কলকাতায় (Kolkata )তাপমাত্রা থাকবে আনুমানিক ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৫ শতাংশের কাছাকাছি।ভোর থেকে সকাল পর্যন্ত হালকা ঠান্ডা থাকলেও, রোদ উঠলে গরম কিছুটা বাড়বে। তবে গরমটা খুব একটা কষ্টদায়ক হবে না। সকালের দিকে শহরের রাস্তাঘাট থাকবে পরিষ্কার, ট্রাফিক (traffic)স্বাভাবিক থাকার সম্ভাবনা। হাঁটতে বেরনোর জন্য কালকের সকালটা বেশ উপযোগী হতে চলেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যাবে হালকা মেঘ। কোথাও কোথাও সেই মেঘ একটু গাঢ় হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা (Wednesday Weather Report)। দুপুর নাগাদ শহরের তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা (humidity) বাড়লে কিছুটা অস্বস্তি হতে পারে, বিশেষ করে যাঁরা বাইরে বেরোবেন তাঁদের জন্য। তবে গরমের তেজ খুব একটা কাবু করবে না বলেই পূর্বাভাস।দুপুরে হালকা গুমোট ভাব থাকলেও, বৃষ্টি না থাকায় দিনটা কেটে যাবে শুকনো (dry ) ভাবেই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও একইরকম আবহাওয়া থাকবে। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টির নামগন্ধ নেই, এবং কালও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

স্কুল, কলেজ, অফিস সবই চলবে স্বাভাবিক ছন্দে। যাঁদের বাইরে বেরনোর পরিকল্পনা রয়েছে, তাঁরা ছাতা সঙ্গে না রাখলেও চলবে।বিকেলের দিকে যখন সূর্য একটু ঢলে পড়বে, তখন হাওয়া বইবে হালকা। সেই হাওয়ায় শহরের গায়ে গায়ে ছড়িয়ে পড়বে স্বস্তি। রাস্তাঘাটে গাড়ির ভিড় বাড়লেও, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে তখন থেকেই। সন্ধ্যার সময় কলকাতার তাপমাত্রা নেমে আসবে ২৯ ডিগ্রির আশেপাশে।রাতের দিকে আকাশ (sky)মোটামুটি পরিষ্কারই থাকবে।

উত্তরবঙ্গের কিছু জেলায়, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং এলাকায়, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ (South Bengal )থাকবে পুরোপুরি শুকনো। বুধবার সারাদিন ধরেই আবহাওয়া থাকবে মোটামুটি শান্ত, মাঝেমধ্যে কিছুটা গরমের তীব্রতা থাকলেও তা সহনীয়। আকাশে হালকা মেঘ থাকবে ঠিকই, তবে বৃষ্টির ছিটেফোঁটা আশঙ্কাও নেই। শহর থাকবে নিজের ছন্দেই, কলকাতা চলবে নিজের গতিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT