নিউজ পোল ব্যুরো: গত ২২ এপ্রিল পহেলগাঁওতে (Pahalgam terror attack ) ধর্ম জেনে গুলি করে হত্যা করা হয়েছিল ২৫ জন পর্যটককে। বেছে বেছে হিন্দুদের নিধন করা হয়েছে। এমনকি মেয়েদের মাথায় সিঁন্দুর দেখে খুন করা হয়েছিল তাঁদের স্বামীদের। চোখের সামনে স্বামীদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখন স্ত্রীরা। ঘটনায় স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। পাকিস্তানের এই বরর্বোরোচিত হামলার পরেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় বোনেদের সিঁন্দুর মোছার বদলা নেবে ভারত। বিশ্বের যেখানেই অপরাধীরা লুকিয়ে থাকুক না কেন দেওয়া হবে যোগ্য জবাব। সেই হামলার জবাব বুধবার মধ্যরাতে দিয়েছে ভারতীয় সেনা। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁন্দুর(Operation Sindoor) ।
ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার, ৭ মে অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে হামলা চালিয়েছে। জেনে নিন সমস্ত তথ্য…
বুধবার রাত ১:৪৪ মিনিটে নির্ভুল হামলা চালানো হয়েছে। সূত্র জানিয়েছে যে, হামলায় ব্যবহৃত গোলাবারুদ, যা আত্মঘাতী ড্রোন নামেও পরিচিত তার ব্যবহার করা হয়েছে।
ভারত জানিয়েছে সন্ত্রাসবাদে বিরুদ্ধে এই কর্মকাণ্ড “সঠিক, পরিমাপিত এবং উত্তেজনা বিহীন প্রকৃতির ছিল। কোনও পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।”
অভিযান তিন বাহিনীর প্রচেষ্টা ছিল যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী পরে নিশ্চিত করেছেন যে ভারত সামরিক হামলা চালিয়েছে।
পাকিস্তানের ডিজি আইএসপিআর, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যে ভারত কোটলি, মুরিদকে, বাহাওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে হামলা চালিয়েছে। মুরিদকে হল হাফিজ সাইদ পরিচালিত লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহলওয়াপুর হল মাসুদ আজহার পরিচালিত জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি।
আরও পড়ুনঃ Operation Sindoor : পাহেলগাঁও হামলার প্রতিশোধ, পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা চালাল ভারত
ভারতের হামলার (Operation Sindoor) জবাবে, পাকিস্তান পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বর গলিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কামান থেকে গোলাবর্ষণ শুরু করেছে। ‘অপারেশন সিঁন্দুর’ সফলভাবে সম্পন্ন করার কিছুক্ষণ পরেই, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাঁর মার্কিন সমপক্ষ এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ভারতের সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করে্ছেন। নিশ্চিত করে জানিয়েছেন ভারত পাক নাগরিক বা সেনার কোনও ক্ষতি করেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT