Operation Sindoor: “এবার চা কেমন লাগছে?”, ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরই আফ্রিদিকে যোগ্য জবাব ধাওয়ানের

breakingnews আন্তর্জাতিক ক্রিকেট দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় সেনাকেই (Indian Army) দোষ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। যিনি একজন আদ্যন্ত ভারতবিদ্বেষী হিসেবেই পরিচিত। তাঁর দাবি ছিল, “কাশ্মীরে প্রায় ৮ লক্ষ সেনা থাকা সত্ত্বেও এহেন ঘটনা ঘটেছে। এর অর্থ তারা এতটাই নিষ্কর্মা এবং অপদার্থ যে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।” এর পাশাপাশি আফ্রিদি চায়ের কাপ হাতে ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকেও (Abhinandan Varthaman) ব্যঙ্গ করেছিলেন। এবারে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সেসবের যোগ্য জবাব দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

আরও পড়ুনঃ Operation Sindoor: বিরাট সাফল্য! মাসুদ আজাহারের পরিবার আর লস্কর কমান্ডারকে খতম করে দিল ভারত

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার বদলা নেওয়া শুরু করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার মধ্যরাতে গোটা দেশ যখন নিদ্রামগ্ন ঠিক তখনই শক্তিশালী ক্ষেপণাস্ত্র (Missile) প্রয়োগ করে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গি ঘাঁটি। আর তারপর থেকেই সমাজ মাধ্যমে আফ্রিদিকে নিয়ে বয়ে যাচ্ছে বিদ্রুপের বন্যা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

একদিকে সাধারণ নেটিজেনরা যেমন লিখেছেন, ‘দেখ কেমন লাগে’। অন্যদিকে শিখর ধাওয়ান জবাবটা দিয়েছেন আফ্রিদির অভিনন্দন বর্তমানকে নিয়ে ব্যঙ্গ করার পরিপ্রেক্ষিতে। ভারতীয় সেনাকে ‘অপদার্থ’ বলার পাশাপাশি আফ্রিদি দাবি করেছিলেন, “ভারতে একটা বাজি ফাটলেও পাকিস্তানকে দোষ দেওয়া হয়।” ধাওয়ান এর প্রতিবাদ করলে চায়ের কাপ হাতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ব্যঙ্গ করেছিলেন আফ্রিদি। ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) পর সেই ব্যঙ্গই প্রাক্তন পাক অধিনায়ককে ফিরিয়ে দিয়েছেন ধাওয়ান।

সামাজিক মাধ্যমে এদিন যে ছবি শেয়ার করেছেন ধাওয়ান তাতে তাঁকে চা খেতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “চা কেমন লাগছে, পড়শীরা?” এছাড়া আরও একটি পোস্টে তিনি লিখেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। ভারত মাতার জয়।”