Operation Sindoor: পহেলগাঁও হামলার প্রতিশোধমূলক অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন রাখলেন প্রধানমন্ত্রী মোদী? জানুন এর গভীর অর্থ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন পরিচিতি পেল ভারতের পালটা প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর ব্যথা, প্রতিশোধের প্রতিজ্ঞা এবং সম্মানের পুনরুদ্ধার। পহেলগাঁও-এ ২৬ নিরীহ পর্যটককে নির্মমভাবে হত্যা (Pahalgam Terror Attack) করে যেভাবে সন্ত্রাসবাদীরা পরিবারগুলিকে ছিন্নভিন্ন করে দেয়, তা গোটা জাতিকে নাড়া দেয়। নিহতদের মধ্যে অনেকেই পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে চিরতরে ফিরে গেলেন না। তাঁদের স্ত্রীদের কপাল থেকে মুছে গেল সিঁদুর। সেই সিঁদুরের (Operation Sindoor) প্রতীকেই এবার প্রতিশোধের আগুনে জ্বললো অপারেশন।

আরও পড়ুন: Mission Sindoor: তিন বাহিনীর একসঙ্গে প্রত্যাঘাত, পহেলগাঁও হামলার বদলা নিল ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে পরিকল্পিত এই অপারেশন শুধু এক সামরিক জবাব নয়, এটা এক আবেগঘন, কৌশলগত এবং মানবিক পদক্ষেপ। ভারতীয় সেনা (Indian Army), নৌবাহিনী ও বায়ুসেনা একসঙ্গে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছে। সন্ত্রাসের জন্য এবার খেসারত দিতে হবে। বাহওয়ালপুর থেকে সিয়ালকোট, পাক-অধিকৃত কাশ্মীরের গুলপুর থেকে চক আমরু। যেখানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেখানেই জবাব পৌঁছে গেছে।

‘সিঁদুর’ নামটি এসেছে সেই বেদনার স্থান থেকে, যেখানে নববধূদের হাতে রয়ে গিয়েছিল চূড়া, কিন্তু পাশে পড়েছিল স্বামীর রক্তাক্ত দেহ। সেনার প্রকাশ করা একটি ছবিতে “Operation Sindoor”-এর ‘O’ বর্ণটি রক্তরঞ্জিত সিঁদুরের পাত্ররূপে দেখানো হয়েছে—যার একফোঁটা ছড়িয়ে পড়েছে, প্রতীক হয়ে উঠেছে হারানো জীবনের। ক্যাপশন ছিল: “Justice is served. Jai Hind.”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন, ভারতের মাটি থেকে সন্ত্রাস মুছে ফেলতেই হবে। সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে যেখানেই থাকুক, তাদের শাস্তি নিশ্চিত করবে ভারত। কেবল সেনা নয়, দেশের প্রতিটি নাগরিক আজ এই প্রতিজ্ঞায় অটুট। সন্ত্রাসবাদকে জবাব দিতে ভারত পিছিয়ে থাকবে না! এটাই আজকের বার্তা। এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, এটি এক জাতির প্রতিজ্ঞা: বীরদের আত্মত্যাগ বৃথা যাবে না।