নিউজ পোল ব্যুরো: বাতাসে বারুদের গন্ধ। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে শেষপর্যন্ত বেজেই গেল ভারত-পাক যুদ্ধের (Indo-Pak War) দামামা। এই আবহেই বৃহস্পতিবার পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশকে (Bangladesh) আরও একবার ধুইয়ে দিলেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজকার মত এদিনও সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই পড়শীর বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি।
আরও পড়ুনঃ Operation Sindoor : এখনও সংযমের বার্তা আমেরিকা-চিনের! ভারতকে সরাসরি সমর্থন কেবল একটি দেশের
বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়ার পর নিরীহ ভারতীয় নাগরিকদের ওপর সেলিং করছে পাক সেনা। এই প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে দিলীপ বলেন, “পাকিস্তান তার জন্ম থেকেই হিংসার রাজনীতি করে আসছে। আতঙ্কবাদ তাদের রাজনীতি। ভারতের পিছনে লেগে থাকা তাদের রাজনীতি। চিরদিন বর্ডারের নাগরিকদের ওপর সেলিং করা, তাদের জমির ফসল নষ্ট করা, এইসব করে এসেছে। এখন ওখানে রেলিং দেওয়ায় এই পাশে আসতে পারে না।” আরও বলেন, “ভারতের সঙ্গে লড়ার দম নেই ওদের সেনার নেই। ভারত কোনওদিন সন্ত্রাসবাদে মদত দেয়নি। ভারত এবং মোদির পিছনে সবাই আছে। পাকিস্তানের সেনারা হু হু করে চাকরি ছাড়ছে। সেনা প্রধান পরিবারকে অন্য দেশে নিরাপদ আশ্রয়ে পাঠাচ্ছেন। ওদের নিজের দেশের ভিতরে বেলুচিস্তান বা তালিবান গ্রুপকে সামলাতে পারছে না। তাই এইসব করে একটু ভয় দেখানোর চেষ্টা করছে। এতে ওদের হিতে বিপরীত হবে।”
পাকিস্তানকে তুলোধুনা করার পর বাংলাদেশের বিরুদ্ধেও তোপ দাগেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভারত-পাক যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিতে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “ওরা ভুলে গিয়েছে আমাদের কয়েক হাজার সেনার প্রাণের বিনিময়ে আমরা ওদের স্বাধীন করেছিলাম। তাদের মা বোনেদের সম্মান বাঁচিয়েছিলাম। না হলে আজ ওদের শেষ করে দিত। ওরা পাকিস্তানের বুটের নিচে থাকত। ওরা নিমকহারাম। ইসলামের নামে সারা বিশ্বের কিছু দেশকে এক করার চেষ্টা চলছে। তাই বাংলাদেশ বা তুরস্ক এই ধরনের কথাবার্তা বলছে। এটাই একদিন ওদের কাছে কাল হবে। যদি ওরা ঠিক পথে চলত তাহলে তো কেউ না কেউ পাকিস্তানের পাশে দাঁড়াত। সবাই বুঝে গিয়েছে মৌলবাদের নামে সন্ত্রাসবাদকে প্রমোট করছে পাকিস্তান। তাই গোটা দুনিয়া আজ ওদের বিরুদ্ধে। হাতেও মারা হচ্ছে। ভাতেও মারা হচ্ছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
ভারত-পাক যুদ্ধের আবহে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রের পাশে আছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত, “এটা রাজনৈতিক মন্তব্য। উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ শুইয়ে দেবে এবং ধুয়ে দেবে। কমিউনিস্ট পার্টি কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না। আমরা ৭৫ বছর ধরে এই জিনিস দেখে আসছি। কংগ্রেস বলবে না। ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। কংগ্রেসের বাই প্রোডাক্ট হল তৃণমূল। আজ জনগণের সেন্টিমেন্ট এর চাপে মিউ মিউ করতে হচ্ছে।” এরই সঙ্গে যোগ করেছেন, “যদি হিম্মত থাকে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলুন। আপনিই সন্ত্রাসবাদ কে প্রমোট করছেন। বলুন বাংলার মানুষকে, যে আমরা ১০ কোটি মানুষ কেন্দ্রের সঙ্গে আছি। সেনার সঙ্গে আছি। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে থাকব। এক্ষুনি বলা উচিৎ। না হলে বুঝে নেব, ডাল মে কুছ কালা হ্যায়।”