নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তানের (India-Pakistan War) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Amit Shah) এক বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির (Assamese Defense rules) ১১ নম্বর ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: India-Pakistan: তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের! এবার কি বড় প্রত্যাঘাতের ছক?
স্বরাষ্ট্র মন্ত্রকের (Amit Shah) নির্দেশে বলা হয়েছে, যুদ্ধ বা যুদ্ধ সদৃশ পরিস্থিতি (India-Pakistan War) তৈরি হলে সাধারণ নাগরিকের নিরাপত্তা, জরুরি পরিষেবার অব্যাহততা এবং মৌলিক পরিকাঠামো রক্ষার দায়িত্ব রাজ্য সরকারগুলিকে নিতে হবে। এই বিধির মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কোনও দেরি ছাড়াই ত্বরিত সিদ্ধান্ত নিতে পারবে।
এই বিশেষ ক্ষমতার অধীনে রাজ্য সরকার যা যা করতে পারবে, তা হলো:
১. জনগণ এবং জনসম্পত্তিকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে যে কোনও পদক্ষেপ গ্রহণ।
২. জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
৩. অসামরিক প্রতিরক্ষার প্রয়োজনে দ্রুত যন্ত্রপাতি বা উপকরণ সংগ্রহে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়ার বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সরকারি সূত্রের মতে, এই নির্দেশের উদ্দেশ্য হল, যুদ্ধ বা সন্ত্রাসবাদী আক্রমণের মতো পরিস্থিতিতে (India-Pakistan War) যাতে রাজ্যগুলি স্বাধীনভাবে এবং দেরি না করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। কোনও বিধিনিষেধে না আটকে জরুরি সাড়া দিতে পারাই এই আইনের মূল লক্ষ্য।