Dilip Ghosh : যুদ্ধ এক করেছে গোটা ভারতকে, ‘মিলে সুর মেরা তুমহারা’-তে মজে দিলীপ

breakingnews আন্তর্জাতিক কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো : ২৫ শে বৈশাখ পালিত হল নিউটাউনের ইকোপার্কে। এদিন ১৬৫ তম রবীন্দ্র জয়ন্তী পালনের আয়োজন করেন ইকোপার্কের প্রাতঃভ্রমণকারীরা। গানে-কবিতায় মেতে ওঠেন তাঁরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাবীন্দ্রিক ছন্দে মেতে ওঠার পাশাপাশি এদিন যিনি চলমান ভারত-পাক সামরিক উত্তেজনা (Indo-Pak War) নিয়েও সরব হয়েছেন।

আরও পড়ুনঃ Dilip Ghosh : বাংলাদেশ নিমকহারাম! আর পাক সেনার দম নেই ভারতের সঙ্গে লড়ার!

রাতভর পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তানের মোট ১৬ শহরে প্রত্যাঘাত করেছে ভারত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যোগ্য জবাব দেওয়া হবে। কেউ বাঁচবে না। পুরনো শত্রু, নতুন শত্রু সবাইকেই সাফ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “যেভাবে ভারতীয় সেনার তিন বাহিনী একসঙ্গে আক্রমণ করছে, প্রথমে যেখানে যেখানে উগ্রপন্থীদের ঘাঁটি ছিল সেগুলি ভাঙা হয়েছে। পাকিস্তানের এখন কোমর ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের ভিতরে যে সমস্ত গোষ্ঠী দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছে তারাও ওদের চারদিক দিয়ে ঘিরে ধরেছে। পাকিস্তানের এই যে জঙ্গি ট্রেনিং আর সারা বিশ্বে উগ্রপন্থা ছড়ানোর চক্রান্ত সেটা ফাঁস হয়ে গিয়েছে। আজ পৃথিবীতে পাকিস্তানের কোনও বন্ধু নেই। একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে।”

Dilip Ghosh

মধ্যরাতে সমগ্র পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার তরফে এদিন সকালে দাবি করা হয়, সেসমস্ত হামলাই প্রতিহত করা হয়েছে। সব মিলিয়ে একযোগে লড়ছে স্থল, বায়ু এবং নৌসেনা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রাক্তন সাংসদ বলেন, “তিন বাহিনী একসঙ্গে লড়ছে। শুধু তাই নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল এক হয়ে মাননীয় মোদীজির সুরে সুর মিলিয়েছেন। তারা বলেছেন, নরেন্দ্র মোদীর পাশে আছেন।” এরই সঙ্গে যোগ করেছেন, “ভারতবর্ষে একতা খুবই জরুরি। বহু বছর ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দ্বারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। বিভিন্ন মতবাদের দ্বারা হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে লড়াই ছিল। সারা ভারত এক সেটা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি আমরা‌। ‘নতুন ভারত’ যেটা মোদীর স্লোগান সেই ভারত সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। ভারত বিশ্বের একটি শক্তি হিসেবে উঠে আসছে সেটা সবাই দেখতে পাচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

ঘরে-বাইরে জঙ্গি নিধনের কাজ শুরু করেছে ভারতীয় সেনা। এই প্রসঙ্গে দিলীপ (Dilip Ghosh) বলেন, “অন্ধ্রপ্রদেশে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। অন্যদিকে বহিঃশত্রু পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে। ভারত সবদিক দিয়ে সবরকম উত্তর দেওয়ার জন্য তৈরি।” এদিকে যুদ্ধের আবহেই মাছ, মাংস, সবজির মূল্য বৃদ্ধি নিয়ে দুর্নীতি চলছে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ কটাক্ষের সুরে বলেন, “দুর্নীতির আঁতুড়ঘর তো ওনার সরকার। পারলে সেটা সামনে আনুন। সাজা দিন। উনি সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সেটা পারবেন না। মানুষ বুঝে গিয়েছে, কে দেশের সঙ্গে আছে। সঙ্কটের সময়ে যারা দেশের আভ্যন্তরীণ সমস্যা তৈরি করেন তারা মোটেই দেশের সঙ্গে নেই।”