Imran Khan : ভারতের কাছে নাস্তানাবুদ হতেই পাকিস্তানে নয়া জল্পনা শুরু ইমরানকে নিয়ে

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো : ভারতের মুহুর্মুহু আঘাতে পাকিস্তানের হাল কার্যত বেহাল। এই পরিস্থিতিতে সেদেশে নতুন করে জল্পনা শুরু হল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে (Imran Khan) নিয়ে। যিনি এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান নাস্তানাবুদ হতেই আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি।

আরও পড়ুনঃ Dilip Ghosh : যুদ্ধ এক করেছে গোটা ভারতকে, ‘মিলে সুর মেরা তুমহারা’-তে মজে দিলীপ

বুধবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার আক্রমণ ছিল আরও জোরালো। প্রথমেই পাকিস্তানের এয়ার ডিফেন্স র‌্যাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়। তারপর একের পর এক আঘাত হানা হয় পাকিস্তানের ১৬ শহরে। এই পরিস্থিতিতে পাক সেনার অপদার্থতার বিরুদ্ধে সরব হয়ে সেইসঙ্গে ইমরান খানের (Imran Khan) মুক্তি চেয়ে লাহোরে পথে নেমেছিল তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ওরফে পিটিআই (PTI)। আর এবারে মনে করা হচ্ছে শিগগিরই হয়ত কারামুক্ত হতে চলেছেন ইমরান।

গত ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ‌(Imran Khan)। তাঁকে সরিয়ে দেশের মসনদে বসেন শাহবাজ শরীফ (Shehbaz Sharif)। কিন্তু বৃহস্পতিবার থেকে বেপাত্তা পাক প্রধানমন্ত্রী। তিনি কোথায় গিয়েছেন তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে। একটি সূত্র জানায়, ইসলামাবাদের বাসভবন থেকে পালিয়ে তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। আবার এমনটাও জল্পনা ছড়িয়েছে যে তিনি হয়ত দেশ ছেড়ে পালাতে পারেন। এই পরিস্থিতিতে হঠাৎ করেই উৎসাহ বেড়ে গিয়েছে ইমরান খানপন্থীদের।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

ইমরান খান (Imran Khan) যদি সত্যি সত্যিই জেল থেকে মুক্তি পান তখন শাহবাজ শরীফ সরকারের কী হবে? উঠছে এমন প্রশ্নই। এদিকে পাক সেনাপ্রধানের পদ থেকে আসিম মুনিরকে (Asim Munir) সরানো হতে বলে দাবি করেছে বিভিন্ন সূত্র। অন্যদিকে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। মুনিরের জায়গায় নতুন সেনাপ্রধান হতে পারেন শামশাদ মির্জা (Shamshad Mirza)। এমন দাবিও করেছে সূত্র।