India-Pakistan War: আইএনএস বিক্রান্তের দুঃসাহসিক হামলা! করাচি বন্দরে ১২টি ভয়াবহ বিস্ফোরণ

দেশ

নিউজ পোল ব্যুরো: গভীর রাতে পাকিস্তান (India-Pakistan War) আবারও ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে ভারতের পশ্চিম সীমান্তে। পাকিস্তান (Pakistan) দাবি করেছে, তারা ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে, তবে ভারত তা অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হামলা প্রতিহত করেছে (India-Pakistan War) এবং পাল্টা আক্রমণ চালিয়েছে।

আরও পড়ুন: Pakistani Air Defence -এর দফারফা করল ভারত, নাগরিকদের লাহোর ছাড়ার নির্দেশ আমেরিকার

ভারতীয় সেনাবাহিনী (Indian Army) পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে, যার মধ্যে করাচি, ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, গুজরানওয়ালা, শেখপুরা, নারওয়াল, কাসুর, চকবাল, বাহাওয়ালনগর, মিয়ানো, চর ও আটোকে উল্লেখযোগ্য। এই হামলায় পাকিস্তানের ৬০টি মিসাইল, ২টি জেএফ-১৭ ও ১টি এফ-১৬ বিমান ধ্বংস হয়েছে। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) দাবি করেছে, তারা পাকিস্তানের ৩টি শহরে ডিফেন্স সিস্টেম (Defence System) ধ্বংস করেছে।

পাকিস্তান (Pakistan) দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় (India-Pakistan War) কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি এবং তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে শামসাদ মির্জার নাম শোনা যাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে একযোগে আক্রমণ চালিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দিয়েছে। ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে এবং পাকিস্তানের ৫টি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জম্মুর আকাশে ড্রোন উড়িয়ে ও পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত বরাবর গুলিবর্ষণ অব্যাহত রেখেছে।

এই পরিস্থিতিতে পাকিস্তানে বিদ্রোহ তুঙ্গে উঠেছে এবং শীর্ষকর্তারা রাষ্ট্রদ্রোহের নিশানায় রয়েছেন। পাকিস্তানে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে এবং ৫টি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে। ভারতীয় সেনাবাহিনী লাহোরে (Lahore) ড্রোন হামলা চালিয়েছে এবং জলন্ধরে ২টি পাক ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের কোনো ড্রোন ভারতের মাটি ছুঁতে পারেনি। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের দাবি, পাকিস্তানের প্রতিটি হামলাই ব্যর্থ হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারতীয় বায়ুসেনা লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার পর থেকে পাকিস্তানে ধারাবাহিক বিস্ফোরণ ও বোমা হামলার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং দেশটি কার্যত যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে।

এই সংঘাতের ফলে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।