নিউজ পোল ব্যুরো: শুক্রবার (Friday) ভোরবেলায় কিশনঘাট গ্রামে শুরু হয় চাঞ্চল্যের সূত্রপাত। গ্রামের বাসিন্দা অর্জুন নাথ সকালে নিজের বাড়ির সামনের মাঠে একটি অদ্ভুত, ধাতব বস্তুর খোঁজ পান (Jaisalmer Bomb Scare) আকারে যেন কোনও বিস্ফোরক দ্রব্য! চেহারায় ঠিক যেন একটা বোমা। মুহূর্তেই খবর পৌঁছায় গ্রামপ্রধানের কাছে, সেখান থেকে পুলিশের কাছে, আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী এসে ঘিরে ফেলে গোটা এলাকা।
আরও পড়ুন: Pahalgam Issue: ঠিক কী ঘটেছিল উরি ও পুলওয়ামার জবাবের আগে?
প্রাথমিকভাবে বস্তুটিকে সন্দেহজনক বোমা (Jaisalmer Bomb Scare) বলেই চিহ্নিত করা হয়, যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি সেটি সক্রিয় বিস্ফোরক কি না। পুলিশ এবং সেনা যৌথভাবে এলাকা খালি করে দেয়। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পড়ে তদন্তে। কোতোয়ালি থানার এসএইচও প্রেম দান জানান, বস্তুটি খুবই বিপজ্জনক ধরনের বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গ্রামের মানুষেরা জানাচ্ছেন, রাতভর চলেছে আতঙ্ক (Jaisalmer Bomb Scare)। আকাশে দেখা গিয়েছে আগুনের ফুলকি, একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা। পুরো এলাকা রাতভর ছিল অন্ধকারে, ‘ব্ল্যাকআউট’-এর (Blackout) মধ্যে। ফলে পরদিন সকালে বিস্ফোরকসদৃশ বস্তুর আবিষ্কারে আতঙ্ক দ্বিগুণ হয়।
কিছু প্রত্যক্ষদর্শী জানান, এটি সম্ভবত একটি ভাঙা ড্রোনের অংশ হতে পারে। তবে এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনার পেছনে বৃহত্তর রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় হামলার চেষ্টা চালায় পাকিস্তান (Pakistan), যার মধ্যে ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার। সম্প্রতি ভারত ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করায় তারই পাল্টা প্রতিক্রিয়া হতে পারে এই আক্রমণ।