Today Weather Forecast : শনিবার রাজ্যের কোথাও বৃষ্টি, কোথাও রোদ

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গ (Today Weather Forecast) জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের শেষ দিনে আবারও মেঘের ঘনঘটা বাড়তে চলেছে রাজ্যের উত্তরভাগে। আলিপুর আবহাওয়া (Today Weather Forecast)দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলগুলিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন (Today Weather Forecast)থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতির জেরে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:Friday Weather Report: ঝড়-বৃষ্টিতে স্বস্তির হাওয়া, রাজ্যে নামল পারদ

আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শ, পাহাড়ে সফর পরিকল্পনা করলে সতর্ক থাকা আবশ্যক।দক্ষিণবঙ্গেও বাড়ছে বৃষ্টির প্রবণতা ,মাঠের ধারে এবং নদী বক্ষে মেঘের জমাট কুয়াশা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal)জেলাগুলিতেও শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরে হালকা বৃষ্টির দৌলতে কিছুটা স্বস্তি মিললেও আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম এবং বাঁকুড়া–বর্ধমানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ঘাম–ঘাম ভাব অনুভূত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন নামবে ২৬ ডিগ্রির ঘরে।পশ্চিমে ঝড়বৃষ্টির সম্ভাবনা, ধুলোঝড়ের সতর্কতাপুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে দিনভর আংশিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা থাকলেও বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা একেবারে নাকচ করে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম দিক থেকে হঠাৎ ধেয়ে আসা ধুলোঝড়ের কারণে তাপমাত্রার সাময়িক পতন হলেও, সন্ধ্যার পর ফের গরম অনুভূত হতে পারে। এইসব জেলায় কৃষিজ কাজ বা বাইরের কর্মে যাঁরা যুক্ত, তাঁদের জন্য দফতরের বার্তা, বিকেলের পর উপকরণ ও যন্ত্রপাতি নিরাপদ স্থানে রাখা উচিত।সার্বিকভাবে শনিবারের (Saturday)আবহাওয়া রাজ্যের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যময় হতে চলেছে। কোথাও বৃষ্টি, কোথাও রোদের ঝলকানি, কোথাও ঝড়ের আশঙ্কা—সব মিলিয়ে ছুটির দিনে প্রকৃতি যেন নিজের খেয়ালেই খেলছে। ফলে বাইরে বেরোনোর আগে ছাতা আর মোবাইলে আবহাওয়ার আপডেট রাখাটাই বুদ্ধিমানের কাজ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT