নিউজ পোল ব্যুরো:ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তানের লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা এবং নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণের মতো উস্কানিমূলক কার্যকলাপের প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক কঠোর এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আসা যেকোনো হুমকির মোকাবিলায় ‘পূর্ণ ক্ষমতা’ প্রদান করেছেন।
আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/11/indiraimfleadership/
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্নিগর্ভ ঘোষণা, “ওখান থেকে যদি একটিও গুলি আসে, এপাশ থেকে বর্ষণ হবে গোলার!” – এই মন্তব্যটি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক নতুন ও বিপজ্জনক সংঘাতের সুস্পষ্ট ইঙ্গিতবাহী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও কঠোর বার্তা দিয়েছেন, “মিত্তি মে মিলা দেঙ্গে” (মাটিতে মিশিয়ে দেব) এবং “ঘুস কে মারেঙ্গে” (ঘুষে মারব)। এই শব্দচয়ণ শত্রুদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্প এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণের মানসিকতাকে স্পষ্ট করে তোলে।
দীর্ঘকাল ধরে ভারত শান্তির নীতি অনুসরণ করে এসেছে এবং পাকিস্তানের অব্যাহত উস্কানি সত্ত্বেও সংযম দেখিয়েছে। তবে, ইসলামাবাদের অনবরত ঔদ্ধত্য এবং সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত কেবল একটি তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নয়, বরং ভারতের আত্মসম্মান এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার এক সুচিন্তিত ও দৃঢ় প্রত্যয়।
নিউজ পোল ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সম্প্রতি, আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, “পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে, তবে ভারত তার জবাব আরও শক্তিশালী এবং কার্যকরভাবে দেবে।” শান্তির প্রতি ভারতের অঙ্গীকার থাকলেও, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না – এই বার্তা প্রধানমন্ত্রী বারবার স্পষ্ট করেছেন। পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন।সামরিক বিশ্লেষকদের অভিমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই অভূতপূর্ব ঘোষণা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে কয়েকগুণ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।