নিউজ পোল ব্যুরো: বুধবার বর্ষা ঢুকে পড়ল আন্দামান-নিকোবর এলাকায়। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আজ অন্দামান সাগরের দক্ষিণাংশ, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ এবং মধ্য আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ দিন আগেই বর্ষা ঢুকে পড়ল।
আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা
আবহাওয়াবিদদের (Weather Update) মতে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমি বায়ু আন্দামান ও মধ্য বঙ্গোপসাগরের আরও বিস্তৃত অংশে ছড়িয়ে পড়বে। তবে, এখনও দক্ষিণবঙ্গে সেই স্বস্তি মেলেনি। এখানকার বেশ কিছু জেলায় আজও গরম ও অস্বস্তির দাপট বজায় থাকবে।আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির ইঙ্গিত(Heat alert in South Bengal till Thursday)
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আজ বিকেলের পর থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও (Weather Update) রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর — এই জেলাগুলিতে আজ বিকেল থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।আসছে বৃহস্পতিবার ও শুক্রবার আরও শক্তিশালী কালবৈশাখী হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে থাকতে পারে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি।উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (Heavy rain likely in North Bengal)
আজ বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মালদহ ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপপ্রবাহের আশঙ্কা নেই।
তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আজ দমকা হাওয়ার সঙ্গেও দেখা দিতে পারে বজ্রবিদ্যুৎ।সব মিলিয়ে আজ বুধবার দক্ষিণে গরম ও উত্তরে বৃষ্টির টানাপোড়েন চলবে রাজ্যজুড়ে। বর্ষা আসছে বটে, তবে এখনই স্বস্তির বাতাস বইবে না।l
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT