Vijay Shah: ‘ওদের বোনকে পাঠানো হয়েছে’, বিজয় শাহর মন্তব্যে আগুন রাজনীতিতে!

দেশ

নিউজ পোল ব্যুরো: কর্নেল সোফিয়া কুরেশির (Sofiya Qureshi) ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা বিজয় শাহ (Vijay Shah)। এই মন্তব্যের পর, রাজ্যজুড়ে ওই বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্দেশ দিয়েছেন, রাজ্যের প্রতিটি থানায় বিজয় শাহর (Vijay Shah) বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। কংগ্রেস (Congress) কর্মীরা আগামী দুদিনের মধ্যে রাজ্যের সব থানায় অভিযোগ দায়ের করবেন।

আরও পড়ুন: Operation Sankalp: ‘মাওমুক্ত ভারত’-এর স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে নিরাপত্তাবাহিনী

৭ই মে পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তান (Pakistan) ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালায়। এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সাংবাদিক বৈঠক করেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। সেখানে নারী শক্তি ও দেশের সাম্প্রদায়িক ঐক্যকে তুলে ধরেছিলেন তাঁরা।

তবে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah) সোফিয়া কুরেশিকে (Sofiya Qureshi) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে, আর মোদিজি ওদের বোনকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” যদিও তাঁর মন্তব্যে সরাসরি সোফিয়া কুরেশির নাম উল্লেখ হয়নি, তবে এটা স্পষ্ট যে মন্তব্যটি তাঁর উদ্দেশ্যে ছিল। এই বিতর্কের পর বিজয় শাহ (Vijay Shah) দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন, কংগ্রেস রাজ্যজুড়ে বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি থানায় এফআইআর দায়ের করা হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টও (Supreme Court) বিজয় শাহকে তিরস্কার করেছে।