নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবশেষে ফুঁসে উঠল বালোচিস্তান (India-Baloch Friendship)। বালোচ বিদ্রোহের প্রভাবশালী নেতা মীর ইয়ার বালোচ এক্স হ্যান্ডেলে (X-handle) এক ঐতিহাসিক বার্তায় ঘোষণা করলেন ‘স্বাধীন বালোচিস্তান’ (India-Baloch Friendship)-এর সূচনা। তার ভাষায়, পাকিস্তানের (Pakistan) রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতার বিরুদ্ধে এ এক সাধারণ মানুষের দাবি।
আরও পড়ুন: India Pakistan War: “যুদ্ধ মানেই দেশপ্রেম? না, যুদ্ধ মানেই ভবিষ্যতের ঝুঁকি!”
মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch) জানান, বছরের পর বছর ধরে বালোচিস্তানের (India-Baloch Friendship) নিরীহ মানুষ গুম হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, কণ্ঠরোধ করা হয়েছে তাদের মৌলিক অধিকারের। এই নির্যাতনের চূড়ান্ত সীমা পার করে আজ তারা স্বাধীনতার শপথ নিচ্ছে। তিনি বলেন, “আমরা স্বাধীনতার দাবি করছি – পাকিস্তানের রক্তচক্ষুকে আর ভয় করব না। খুব শিগগির এই ঘোষণাকে আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে।”
এই ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে ট্রেন্ড করে ‘স্বাধীন বালোচিস্তান’। মীর বালোচ এক্স হ্যান্ডেলের বার্তায় ভারতের প্রতি কৃতজ্ঞতা ও ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বার্তা দিয়ে বলেন, “প্রিয় মোদীজি, আপনি একা নন – আপনার পাশে রয়েছে বালোচিস্তানের ৬ কোটি দেশপ্রেমিক।”
তার দাবি, ভারত যেন দ্রুত বালোচিস্তানে একটি অফিস খোলে এবং দিল্লিতে বালোচ দূতাবাস খোলার অনুমতি দেয়। একইসঙ্গে তিনি রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করে স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
একটি সামাজিক মাধ্যমে পোস্টে বালোচিস্তানের সাধারণ মানুষদের হাতে দেখা গেছে ভারতের সঙ্গে ঐক্যের বার্তা লেখা পোস্টার – যেখানে লেখা, “গণতান্ত্রিক বালোচিস্তান ভারতের পাশে।” এরই মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।