Monday Weather Forecast : সোমবার কলকাতায় বৃষ্টি? জেনে নিন রাজ্যের আবহাওয়ার হাল

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: কলকাতা ও রাজ্যের একাধিক জেলায় আবারও মেঘলা আকাশের ইঙ্গিত। দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন অংশে সোমবার, অর্থাৎ আগামীকাল সকাল থেকে মেঘ জমতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Monday Weather Forecast)অনুযায়ী, ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের উপর চাপ বেড়েছে। এর জেরেই আবহাওয়ায় এই বদল।সপ্তাহের শুরুতেই কলকাতাবাসীর জন্য রয়ে গেল বর্ষামুখর সম্ভাবনা। আকাশ থাকবে মেঘলা, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও হালকা বৃষ্টি বাধা দিতে পারে দৈনন্দিন যাতায়াতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি (Monday Weather Forecast)।

আরও পড়ুন:Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

রবিবার রাত থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল চোখে পড়ার মতো, যার জেরে সোমবারেও গুমোট ভাব থাকবে কলকাতার আকাশে।বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ওই সব এলাকায় মেঘ ঘনীভূত হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Monday Weather Forecast) দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কিছু অংশেও সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে। যদিও উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে, তবে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা।

তাপমাত্রা (Temperature)কিছুটা কমলেও গরমের অনুভূতি থাকবে কলকাতায় সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রির ঘরে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শরীরচর্চার সময় গরমের অনুভূতি তীব্র হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে হঠাৎ বজ্রপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই জরুরি কাজ না থাকলে সন্ধ্যার পর বাইরে বেরোনো এড়িয়ে চলাই ভালো। তবে কৃষকদের জন্য এটি কিছুটা স্বস্তির খবর, কারণ প্রাক বর্ষার এই বৃষ্টি চাষের প্রস্তুতিতে সাহায্য করতে পারে।সপ্তাহের মধ্যভাগে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও, গরম এবং আদ্রতা-ভরা পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT