নিউজ পোল ব্যুরো: দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রেক্ষিতে সন্ত্রাসবাদের (Terrorist) বিরুদ্ধে ভারতের অবস্থানকে জোরালোভাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস (Congress), বিজেপি (BJP), এনসিপি (NCP) সহ একাধিক দলের সাংসদরা সেই তালিকায় রয়েছেন। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধিদল থেকে সরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (TMC)।
আরও পড়ুন: Jyoti Malhotra: “ট্রাভেল ব্লগার না দেশদ্রোহী? সুন্দরী ইউটিউবারকে নিয়ে বাড়ছে রহস্য!
প্রথমে জানা গিয়েছিল, তৃণমূলের (TMC) তরফে ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) পাঠানো হবে এই প্রতিনিধি দলে। বিদেশ মন্ত্রক তাঁর পাসপোর্টও চেয়ে পাঠিয়েছিল সফরের প্রস্তুতির জন্য। কিন্তু হঠাৎ করেই তৃণমূল (TMC) সিদ্ধান্ত বদলে নেয় এবং নাম প্রত্যাহার করে নেয়, যদিও এ নিয়ে কেন্দ্রকে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা দেশ ও জাতীয় স্বার্থের পক্ষে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করা সরকারের কাজ। তার দায়িত্ব সরকারই নিক।”
এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “কে যাবে সেটা দলের সিদ্ধান্ত। বিজেপি (BJP) তা চাপিয়ে দিতে পারে না। আমরা পাঁচ জনের নামও দিতে পারি, যদি প্রয়োজন হয়। কিন্তু প্রক্রিয়াটি দলের শৃঙ্খলার মধ্যেই হওয়া উচিত।” সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই ইউসুফ পাঠানের (Yusuf Pathan) কাছে পাসপোর্ট চাওয়া কেন্দ্রের পদক্ষেপকেই দলের তরফে ‘অসম্মানজনক’ ও ‘অগঠনতান্ত্রিক’ বলে মনে করা হয়েছে।
শুধু তৃণমূল নয়, শিবসেনার (উদ্ধব শিবির) তরফেও অসন্তোষ প্রকাশ পেয়েছে। প্রিয়ঙ্কা চতুর্বেদীর নাম অন্তর্ভুক্তির বিষয়ে দলনেতা উদ্ধব ঠাকরেকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সঞ্জয় রাউত। তাঁর কটাক্ষ, “বরযাত্রী পাঠানোর এত তাড়াহুড়ো কেন?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট, কেন্দ্র-বিরোধী দলগুলির মধ্যে এখনও আস্থার ঘাটতি রয়েই গিয়েছে। আন্তর্জাতিক স্তরে ঐক্য দেখাতে গিয়ে আবারও উল্টো প্রতিচ্ছবি ফুটে উঠল জাতীয় রাজনীতিতে।