Blood Donation Camp: “একটি গাছ অনেক প্রাণ”- এর সঠিক প্রয়োজনে ব্যবহার করলেন ‘আড্ডাজোন’ নামের এই সংস্থা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: “রক্তদান মহৎদান”। রক্তদানের মাধ্যমে জীবনদান করলেন বহুমানুষকে দমদমের একটি অরাজনৈতিক সেচ্ছাসেবক সংস্থা. ১৮ই মে রবিবার “আড্ডাজোন”। নামে দমদম (dumdum) নতুনবাজারের একটি সংস্থা আয়োজন করেছিল একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp) যেখানে বিনা উপহারে শুধুমাত্র একটি গাছের বিনিময়ে রক্তদান করলেন ৫০ জন মানুষ। পুরস্কারবিহীন এমন রক্তদান শিবির সারা ফেলেছে সাধারণ মানুষের মনে। “একটি গাছ অনেক প্রাণ”- এর সঠিক প্রয়োজনে ব্যবহার করলেন ‘আড্ডাজোন’ নামের এই অরাজনৈতিক (non political) সংস্থা।

আরও পড়ুন: Youtuber Jyoti Malhotra : জ্যোতি রানির গোপন মিশন, লস্করের ছায়ায় ইউটিউব তারকার রূপান্তর

তাদের কথায় করোনা (covid) সময়কালীন ভয়াবহ মহামারীকে পিছনে ফেলেই ভয়কে জয় করে এগিয়ে এসেছিলেন এই সংস্থার যুবকবৃন্দ। মাত্র ১৬ জন সদস্যকে (member) নিয়ে মানুষের জন্য সামাজিকদায়বদ্ধতায় ব্রতী হয়েছিলেন ‘আড্ডাজোন’ এর সদস্যরা। স্বর্গীয় অনির্বান চক্রবর্তীর স্মরণে প্রতিবছরের ন্যায় এই বছরেও আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবির (Blood Donation Camp)। তাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অনির্বান চক্রবর্তী (Anirban Chakraborty)। এইবছর তার হৃদয়স্পর্শী মৃত্যু স্মরণে আয়োজিত হয়েছিল মানুষকে জীবনদানের এই উদ্যোগ।

কোনো এক সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে হঠাৎই গড়ে ওঠা এই দল সারা ফেলেছে তাদের অরাজনৈতিক কাজের মাধ্যমে। দমদম ক্যান্টনমেন্ট (dumdum cantonment) নতুনবাজার এলাকা সংলগ্ন বাবুদার চায়ের দোকানে যুবকবৃন্দের উদ্যোগে এই সেবামূলক সৃষ্টি। বিগত তিন বছরে রক্তদান ছাড়াও তারা গরিব পরিবারদের বস্ত্রদান সহ, বৃক্ষরোপন, জলছত্রের মতো নানান সেবামূলক কাজ করেছেন. পুরস্কার বিহীন এমন রক্তদান দাগ কেটেছে স্থানীয় মানুষের মনে। বৃক্ষদানের মাধ্যমে (Blood Donation Camp) অক্সিজেন (oxygen) দান করেছেন। একদিকে রক্ত দিয়ে মানুষদের জীবনদান আর অন্যদিকে গাছ দ্বারা রক্তদাতাদের অক্সিজেন দান করে সাধারণ মানুষের জন্য এক সামাজিক বার্তা দিয়েছেন দমদমের ‘আড্ডাজোন’ নামক এই অরাজনৈতিক সেচ্ছাসেবক সংস্থা (volunteer organization) । আগামীদিনে তারা এরকম আরো অনেক সমাজসেবামূলক কাজ (social work) করবে এটাই তাদের অঙ্গীকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT