PM Modi Sikkim Visit: লালফৌজের চোখ রাঙানিতে জবাব, সিকিম থেকে বার্তা দেবেন মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: আসন্ন ২৯ মে সিকিমের (PM Modi Sikkim Visit) মাটি সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। সিকিম (Sikkim) রাজ্যের ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Sikkim Chief Minister Prem Singh Tamang) নিশ্চিত করেছেন এই সফরের কথা। ইতিমধ্যেই রাজধানী গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে, যেখানে লক্ষাধিক মানুষের জমায়েত প্রত্যাশিত।

আরও পড়ুন: Operation Sindoor: সীমান্তে উত্তেজনার আঁচ, অপারেশন ‘সিঁদুর’ জারি! জঙ্গিদের হস্তান্তরের দাবি ভারতের

তবে শুধুমাত্র রাষ্ট্রীয় উৎসব উদ্‌যাপন নয়, এই সফরের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও প্রবল। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পাল্টা হামলায় পাকিস্তানকে (Pakistan) সাহায্যকারী চীনের (China) ভূমিকায় যখন দেশজুড়ে উদ্বেগ, তখন চীন-সীমান্তবর্তী সিকিমে প্রধানমন্ত্রীর উপস্থিতি ভারতীয় সেনার কূটনৈতিক কৌশলের অঙ্গ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী (PM Modi Sikkim Visit) রাজ্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করতে পারেন। পাশাপাশি সীমান্ত অঞ্চলে চীনা আগ্রাসন, সাম্প্রতিক পাকিস্তান-চীন (Pakistan China) যোগ ও সীমান্তবর্তী নিরাপত্তার হালত খতিয়ে দেখাও রয়েছে সম্ভাব্য আলোচনার তালিকায়।

ইতিহাস বলছে, ১৯৫০ সালে ভারত-সিকিম শান্তি চুক্তির মাধ্যমে ভারতের প্রটেক্টরেট হয়ে ওঠে সিকিম, তবে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় ছিল। পরে ১৯৭৫ সালে গণভোটে প্রজারা রায় দেয় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। সেই সময়ের জন-আন্দোলন আর আজকের রাষ্ট্রীয় গর্ব এক সূত্রে গাঁথা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী (Narendra Modi) যেমন রাজ্যবাসীকে অভিনন্দন জানাতে চলেছেন, তেমনই বার্তা দিতে চলেছেন – ভারত নিজের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে আপসহীন। আর সেই বার্তা যাবে লাল ফৌজ ও তাদের সঙ্গীদের কানে কানে।