Rajdhani Express : চালকের জন্য অল্পের জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস-কাঠগোদাম এক্সপ্রেস

breakingnews দেশ

নিউজ পোল বাংলাঃ ফের রেললাইনে নাশকতার ছক। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস ও কাঠগোদাম এক্সপ্রেস। সূত্রের খবর, উত্তরপ্রদেশের হরদোই জেলায় রেললাইনে কাঠের ব্লক আটকে রেখে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) এবং কাঠগোদাম এক্সপ্রেস ( Kathgodam Express) নামে দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করে দুষ্কৃতিরা। চালকের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনদুটি।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে হারদই-লখনউ রেল লাইনের দালেলনগর এবং উমরতলি স্টেশনের মধ্যে ১১২৯/১৪ কিলোমিটার দূরে। সোমবার বিকেল ৫:৪৫ নাগাদ ২০৫০৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস লখনউয়ের দিকে যাওয়ার সময় প্রথম চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা লোহার মাটির তারে শক্ত করে কাঠের টুকরো আটকে ডাউন ট্র্যাকে রেখে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে ফের একই লাইনে আবারও নাশকতার চেষ্টা করা হয়। রাজধানী এক্সপ্রেসের চালক ট্র্যাকে বাধা লক্ষ্য করে জরুরি ব্রেক চাপলে ট্রেনটি থেমে গেলে বড় বিপদ এড়ানো গিয়েছে। এরপর তিনি কাঠের ব্লক এবং মাটির তার সরিয়ে রেল কর্মকর্তাদের বিষয়টি জানান। ট্রেনটি প্রায় দশ মিনিট পর পুনরায় যাত্রা শুরু করে।

আরও পড়ুনঃ PM Modi Sikkim Visit: লালফৌজের চোখ রাঙানিতে জবাব, সিকিম থেকে বার্তা দেবেন মোদী

রাজধানী এক্সপ্রেসটি (Rajdhani Express) যাওয়ার পরপরই, একই পদ্ধতি ব্যবহার করে ১৫০৪৪ কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা করা হয়, যা একই রুটে যাচ্ছিল। কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস ট্রেনের চালকও লাইনে থাকা বস্তু লক্ষ্য করে সময়মতো ট্রেন থামিয়ে দেন। উভয় ট্রেন চালকই ঘটনাটি দালেলনগর স্টেশন মাস্টারকে জানালে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। রেল বিভাগ, সরকারি রেলওয়ে পুলিশ (GRP), রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং তদন্ত শুরু করেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং এই ঘটনার পিছনে থাকা অভিযুক্তদের সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT