নিউজ পোল ব্যুরো: সামাজিক মাধ্যমে ভ্রমণ ব্লগার হিসেবে পরিচিত জ্যোতি রানি (Youtuber Jyoti Malhotra), যিনি ইউটিউবে (YouTube) নিজের ঘোরাঘুরির ভিডিও দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এখন গোয়েন্দা দফতরের নজরে। একসময় যারা তার ক্যামেরার পেছনের জীবন জানতেন না, তারাই আজ বিস্মিত, কারণ জানা গেছে—জ্যোতি (Youtuber Jyoti Malhotra) শুধু পর্যটনই করেননি, পাকিস্তানের (Pakistan) কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছেন!
আরও পড়ুন: Operation Sindoor: সীমান্তে উত্তেজনার আঁচ, অপারেশন ‘সিঁদুর’ জারি! জঙ্গিদের হস্তান্তরের দাবি ভারতের
গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতি (Youtuber Jyoti Malhotra) মুরিদকেতে লস্করের একটি গোপন ঘাঁটিতে অন্তত ১৪ দিন কাটান। সেখানেই তাকে গুপ্তচরবৃত্তি সংক্রান্ত বিভিন্ন কৌশল শেখানো হয়। তার মিশন ছিল ভারতে ফিরে এসে একটি গোপন পরিকল্পনা বাস্তবায়ন করা। তবে সেই অপারেশন শুরু হওয়ার আগেই হিসার পুলিশ তাকে গ্রেফতার করে। জেরায় জ্যোতি স্বীকার করেছেন পাকিস্তানের সেই প্রশিক্ষণ ঘাঁটির কথা।
সূত্রের খবর, “পহেলগাঁওকাণ্ড”-এর (Pahalgam Terror Attack) ঠিক পরপরই জ্যোতি পাকিস্তানে (Pakistan) যান। আর সেখানেই শুরু হয় তার গুপ্ত প্রশিক্ষণ। গোয়েন্দারা আরও জানিয়েছে, এই মিশনের সঙ্গে আরও অন্তত ২০ জন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারী জড়িত, যাদের এখন নজরবন্দি করে রাখা হয়েছে।
জ্যোতির আন্তর্জাতিক যাত্রাপথও কম নয়। শুধু পাকিস্তান নয়, তিনি গিয়েছেন চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান ও বাংলাদেশে—সবই ইউটিউব কনটেন্ট তৈরির ছদ্মবেশে। এমনকি কলকাতাতেও এসেছেন ব্লগ তৈরির অজুহাতে।
এই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাগুলি এখন নতুন করে ভাবছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে চালানো হতে পারে এমন ‘সফট ইনটেলিজেন্স অপারেশন’ নিয়ে। ইতিমধ্যেই ভারতীয় সেনা “অপারেশন সিঁদুরে” (Operation Sindoor) নামে এক অভিযান চালিয়ে লস্করের ওই প্রশিক্ষণ ঘাঁটিটি ধ্বংস করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
জ্যোতির এই দ্বৈত পরিচয় এখন গোটা দেশের নজর কাড়ছে—একদিকে ঘুরে বেড়ানো মিষ্টি ইউটিউবার, আর অন্যদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নাম লেখানো এক চতুর চর।