Aishwarya Rai: কান-এর লাল গালিচায় ‘সিঁদুরে বার্তা’, অপারেশন সিঁদুরকে সম্মান জানালেন ঐশ্বর্য

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) নারীদের সিঁদুর মোছা হয়েছিল রক্ত দিয়ে, সেই ঘটনার প্রত্যুত্তরে ভারতীয় সেনার জবাব ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। আর এই আবেগঘন প্রেক্ষাপটে ফিল্ম ফেস্টিভ্যালের (Film Festival) মঞ্চে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai) লুক নেটদুনিয়ায় এক নতুন বার্তার জন্ম দিল। দুধসাদা জমিতে সোনালি-রুপোলি জরির বেনারসি, গলায় রক্তরাঙা রুবির হার, আর সবচেয়ে উল্লেখযোগ্য সিঁদুরে ভরে থাকা সিঁথি।

আরও পড়ুন: Anupam Kher: অনুপম খের কি রাজনীতিতে যোগ দিচ্ছেন?

প্রশ্ন উঠছে সাজটা কি নিছক ফ্যাশনের অংশ, না কি এই সময়োপযোগী সিঁদুর রাঙানো সিঁথির মাধ্যমে কোনো বার্তা দিয়েছেন ব্রহ্মাণ্ডসুন্দরী? বহুদিন ধরে যখন অভিষেক-ঐশ্বর্যের (Abhishek-Aishwarya) বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন এই কান-লুকে ঐশ্বর্যের সিঁদুর যেন সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য রাখছে। আবার কেউ বলছেন, দেশের উত্তপ্ত প্রেক্ষাপটে, অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন এই লুক একরকম শ্রদ্ধার্ঘ্যও বটে—ভারতীয় নারীর শক্তি, প্রতিবাদ ও ঐতিহ্যের সম্মিলিত প্রতীক।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ঐশ্বর্যের (Aishwarya Rai) এই রূপ। কেউ বলছেন, “এই জন্যই ওঁকে শ্রদ্ধা করি”, কেউ বলছেন, “সিঁদুরে (Operation Sindoor) বার্তা দিয়েছেন দেশের জন্য, গর্জে ওঠেননি চুপচাপ বুঝিয়ে দিয়েছেন।” আবার অনেকেই মনে করছেন, যখন অন্য তারকারা ফ্রেঞ্চ রিভেরাঁয় পশ্চিমী পোশাকে আলো ছড়াচ্ছেন, তখন ঐশ্বর্য ভারতীয় নারীত্বের ঐতিহ্যকে গর্বের সঙ্গে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে।

অদিতি রাও হায়দারির মতো ঐশ্বর্যও (Aishwarya Rai) প্রমাণ করলেন, ভারতীয়ত্ব কখনও ট্রেন্ড নয়, বরং তা গর্বের পরিচয়। অপারেশন সিঁদুর নিয়ে যখন সমগ্র দেশ আবেগে ভাসছে, তখন এক শব্দ না বলেও ঐশ্বর্যর এই লুক যেন এক নীরব অথচ শক্তিশালী বার্তা—সৌন্দর্য, সংস্কৃতি আর সাহসের এক অপরূপ সংমিশ্রণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT