Omar Abdullah: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার ডাক, শান্তি প্রতিষ্ঠার ‘সুবর্ণ সুযোগ’ বলছেন ওমর আবদুল্লা

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর এক মাস অতিক্রান্ত। সেই বিভীষিকার স্মৃতি এখনও টাটকা কাশ্মীরের (Kashmir) জনমানসে। ঠিক এই সময়েই রাজনৈতিক ময়দানে নতুন বার্তা (National Conference) দিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। একমাস আগেও যিনি ভাঙা গলায় বলেছিলেন, “এত বড় হামলার পর কীভাবে রাজ্যের মর্যাদার দাবি করব?”, তিনিই এবার জানিয়ে দিলেন—এই দুঃসময়ই কাশ্মীরকে (Kashmir) স্থায়ী শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময়।

আরও পড়ুন: Jammu and Kashmir: উত্তপ্ত উপত্যকা, সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ জঙ্গিদের

বুধবার (Wednesday) অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্সের (National Conference) কর্মসমিতির বৈঠকে সাত দফা প্রস্তাব পাশ হয়েছে, যার কেন্দ্রবিন্দু কাশ্মীরের পূর্ণরাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং শান্তি ফিরিয়ে আনার কর্মপরিকল্পনা। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) নিন্দা থেকে শুরু করে, সেই হামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন অংশে কাশ্মীরিদের ওপর যেভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছে (Omar Abdullah) দলটি। তারা বলছে, “কাশ্মীরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তা অভূতপূর্ব। এই ঐক্য এবং প্রতিবাদই শান্তির বীজ।”

প্রস্তাবে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে যে প্রাথমিক শান্তিপ্রচেষ্টা শুরু হয়েছে, তা যেন থেমে না যায়। বরং এই মুহূর্তটিকেই কেন্দ্র করে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। ওমর আবদুল্লার (Omar Abdullah) দলের দাবি, এটাই সেই বিরল মুহূর্ত, যখন কেন্দ্র সরকার কাশ্মীরের মানুষের প্রতি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারে।

ন্যাশনাল কনফারেন্স (National Conference) মনে করিয়ে দিয়েছে, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা প্রত্যাহারের সময় কেন্দ্র বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এখন যখন কাশ্মীরবাসী শান্তি ও স্থিতিশীলতার পথে হাঁটছে, তখন কেন্দ্রের সেই প্রতিশ্রুতি রক্ষা করার সময় এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

একইসঙ্গে উপত্যকার প্রাক্তন বিশেষ সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে আনার দাবিও নতুন করে তুলে ধরেছে ন্যাশনাল কনফারেন্স। বলে দিয়েছে, এই দাবি থেকে তারা একচুলও সরবে না।