নিউজ পোল বাংলাঃ ভুতুড়ে ভোটার কার্ড(Voter Card) নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটার বিতর্কে নাম জড়িয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অভিযোগ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতির স্ত্রীর ভোটার হিসেবে নাম রয়েছে দুই জায়গাতে। এই নিয়েই গত কয়েকদিনে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। দুই জায়গায় স্ত্রী কোয়েল মজুমদারের (Koyel Majumdar) নাম থাকা নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বালুরঘাট ও জলপাইগুড়ি দুই জায়গার ভোটার তালিকাতে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের নাম রয়েছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পরেই জাতীয় নির্বাচন কমিশন। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেয়। খোদ বিজেপির রাজ্যসভাপতির স্ত্রীর নাম কিভাবে দুই জায়গায় থাকতে পারে এই নিয়ে তুঙ্গে চর্চা তখন এই বিষয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার। বললেন, “স্ত্রীয়ের বাপের বাড়ি জলপাইগুড়িতে। তাই সেখানে ওঁর নাম ছিল। বিষয়টি নিয়ে যাতে রাজনীতি না হয় তাই ইতিমধ্যে ওই তালিকা থেকে নাম বাতিল করতে আবেদন জানানো হয়েছে।”
ইতিমধ্যেই দুই জায়গায় সুকান্তের (Sukanta Majumdar) স্ত্রীর নাম থাকা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর কোয়েলের বিয়ের আগে জলপাইগুড়িতে কোয়েল চৌধুরি নামে ভোটার কার্ড ছিল এবং বিয়ের পর দক্ষিণ দিনাজপুরে কোয়েল মজুমদার নামে ভোটার কার্ড হয়। জানা গিয়েছে দুই জায়গার ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা। তাই কোয়েল দুটি জায়গা থেকে ভোট দিলে তা গ্রহণযোগ্য। অর্থাৎ একই ব্যক্তি দুই জায়গা থেকেই ভোট দিতে পারবেন। এই খবর সামনে আস্তেই নড়েচড়ে বসে কমিশন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে দ্রুত সমস্যা সমাধানের কথা বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT