নিউজ পোল ব্যুরো: ২২ মে ২০২৫ বৃহষ্পতিবার, জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে এক বিশেষ সন্ধিক্ষণ। চন্দ্র ও শুক্র গ্রহের মীন রাশিতে গমন ও মালব্য রাজযোগের প্রভাবে মহাশুভ যোগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মেষ রাশির (Aries) কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই সৌভাগ্যজনক দিনে পাঁচটি রাশির জাতকদের জীবনে আর্থিক সাফল্য (Financial success) ও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির (Thursday Rashifal) ভাগ্য ফিরছে:
আরও পড়ুন: Wednesday Rashifal: মেষ সহ পাঁচ রাশিতে লাভের সম্ভাবনা
মেষ রাশি: আজকের দিনটি মেষ রাশির জাতকদের (Thursday Rashifal) জন্য হতে চলেছে অত্যন্ত লাভজনক। হঠাৎ করেই আর্থিক লাভের (Finansial Success) সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের দেখা মিলতে পারে এবং দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণের পথে পা ফেলতে পারে।
বৃষ রাশি: পুরনো ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা (Thursday Rashifal) প্রবল। বৃষ রাশির জাতকরা আজ বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আইনগত বা পারিবারিক কোনও বিবাদ সমাধানের আলো দেখতে পারে।
তুলা রাশি: আজ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথে যেন হঠাৎ আলো জ্বলে উঠবে। সমস্ত বাধা একে একে দূর হবে, আর ব্যবসার ক্ষেত্রেও আসবে নতুন সম্ভাবনা। দিনটি শুরু হবে ইতিবাচকতায়, শেষ হবে সাফল্যে।
মকর রাশি: বাড়ির পরিবেশ ও পারিবারিক সম্পর্ক আজ মকর রাশির জাতকদের মনে আনন্দ এনে দেবে। ইতিবাচক শক্তির জোয়ারে আপনি নিজেকে নতুন উদ্যমে ভরপুর অনুভব করবেন। আজকের দিন মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মীন রাশি: গণেশের আশীর্বাদ যেন আজ বিশেষভাবে বর্ষিত হবে মীন রাশির উপর। বিদেশযাত্রার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে এবং কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে মিলবে অকুণ্ঠ সমর্থন। আপনার কৃতিত্বের স্বীকৃতি আসতে পারে আজই।