নিউজ পোল ব্যুরো: অজয় কুমার (Ajay Kumar) নির্বাচিত হলেন UPSC-র নতুন চেয়ারম্যান। ১৯৮৫ সালের কেরালা ক্যাডারের আইএএস ছিলেন অজয় কুমার (Ajay Kumar)। তাঁর কর্মজীবনে কেন্দ্র সরকার এবং কেরালার রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলে এসেছেন তিনি।
অজয় কুমার(Ajay Kumar) বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতৃত্বাধীন সরকারে বরিষ্ঠ পদে কাজ করে এসেছেন তার দীর্ঘ কর্ম জীবনে। কেরালায় তিনি রাজ্য ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ “KELTRON”-এর প্রধান সচিব এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রতিরক্ষা ও ডিজিটাল (Digital) প্রশাসন উভয় ক্ষেত্রেই তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এবার ভূমিকা নেবেন তিনি। “ইউপিএসসি”(UPSC), তাঁর প্রধান হয়ে নির্বাচিত হলেন এবার ড. অজয় কুমার (Ajay Kumar)। ইউপিএসসিতে (UPSC) একজন চেয়ারম্যানের সঙ্গে ১০ জন সদস্যের একটি বোর্ড থাকে। বর্তমানে কমিশনে দুটি সদস্যপদ খালি রয়েছে যাতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Alia Bhatt: নেপথ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, তার মধ্যে চমক নিয়েই কান-চলচ্চিত্রে আলিয়া! সব জল্পনায় ইতি
২০১২ সালে ন্যাশনালআত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রচারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইলেক্ট্রনিক্স পলিসি (electronics policy) তৈরিতেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রকের আগে তিনি ইলেকট্রনিক্স ও আইটি (IT) বিভাগে কর্মরত ছিলেন। আধার, ইউপিআই (UPI), গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস এবং মাইগভ (mygov) ইত্যাদি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্পেও কাজ করেছেন তিনি।
২০১৯ সালের ২৩ অগাস্ট থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর (october) পর্যন্ত প্রতিরক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। ১৯৮৫ সালের কেরালা ক্যাডারের আইএএস ছিলেন অজয় কুমার (Ajay Kumar)। তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে কেন্দ্র সরকার এবং কেরালার রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অজয় কুমার। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপরিচিত হয়ে আছেন ড. অজয় কুমার। চিফ-অফ-ডিফেন্স স্টাফ পদের অবতারণা, অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্পোরেটাইজেশন, নতুন সেনা নিয়োগ মডেলে অগ্নিবীর স্কিম চালু করার জন্য খ্যাত অজয় কুমার। তাঁর কর্মজীবনে প্রতিরক্ষা খাতে বহু গুরুত্বপূর্ণ বদল এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT