নিউজ পোল ব্যুরো: বাঙালির এভারেস্ট জয় নতুন কিছু নয়। কিন্তু পুলিশের ডিউটি করে হিমালয় জয় নিঃসন্দেহে ব্যতিক্রম। ব্যতিক্রমী সাহস আর অদম্য জেদকে পুঁজি করে যথাযথ প্র্যাকটিস আর ট্রেনিং এর মাধ্যমে হিমালয় জয় করে ফিরলেন রাজ্য পুলিশের কনস্টেবল ও বর্তমান পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মন্ডল(Laxmikant Mondal)। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট( mount everest) জয় করেছেন লক্ষীকান্ত মন্ডল। সোমবার সকালে তিনি শৃঙ্গ জয় করেন। তারপরেই আজ শুক্রবার তিনি ছুঁলেন নিজের রাজ্যের মাটি। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বর্তমান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা সহ কলকাতা পুলিশের একাধিক অধিকর্তা।
চলতি সপ্তাহের সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখেন এই বাঙালি যুবক। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের এই কনস্টেল তিনি। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত । লক্ষ্মীকান্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ বর্মা সহ কলকাতা ও রাজ্য পুলিশের আধিকারিকেরা। সোমবার এভারেস্ট জয়ের পর লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে আসে তার বাবা-মাও। । কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন লক্ষীকান্ত মন্ডলের আত্মীয়স্বজনরাও।

আরও পড়ুনঃ Pak economy : এবার পাকিস্তানের অর্থনীতিতে স্ট্রাইক করতে চলেছে ভারত
এই অভিযানে লক্ষীকান্ত মন্ডলের (Laxmikant Mondal) সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টিহীন প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, তেনজিং শেরপা (গেলবা), গীতা সামোতা ও লাকপা শেরপা। এঁদের মধ্যে দু’জন শেরপা। এভারেস্ট জয়ের সাফল্যের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে লক্ষ্মীকান্তদের শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়। লেখা হয়েছিল, “তিনজনকেই স্যালুট, তাঁদের দৃঢ় সংকল্প এবং সাহসিকতার জন্য। বিশেষভাবে অভিনন্দন আমাদের লক্ষ্মীকান্তকে। শৃঙ্গবিজয়ের তাঁর এই সফর থাকুক অব্যাহত!” দৃষ্টিহীন প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো এভারেস্ট জয় করে ইতিহাসে নজির তৈরি করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT